নোট ছাপা হলেও সমস্যার সমাধানে ধোঁয়াশা থেকেই যাচ্ছে

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, ২৪ ডিসেম্বরঃ ৮ নভেম্বর নোট বাতিলের পর থেকেই শুরু হয়েছে নোট নিয়ে চরম দুর্ভোগ। প্রায় দু মাস হয়ে গেলেও এখনও মেটেনি নোট সমস্যা। ২০০০ টাকার নোট পর্যাপ্ত পাওয়া গেলেও ৫০০ এবং ১০০ টাকার নোট পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে না। বারবার প্রতিশ্রুতি দিয়েও আরবিআই ব্যর্থ। অবশেষে নোট সমস্যা মেটানোর জন্য একটি বড় সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। নাসিকের টাঁকশালে তিনগুন হারে ছাপানো হচ্ছে নতুন ৫০০ টাকার নোট। সেন্ট্রাল নোট প্রেসের কর্মীরা জানিয়েছেন, প্রতিবছর নভেম্বর মাসে প্রতিদিন যেখানে ৩০ লক্ষ ৫০ হাজার ৫০০ টাকার নোট ছাপা হত, সেখানে এবছর নভেম্বর মাসে প্রতিদিন ছাপা হচ্ছে এক কোটি নটুন নোট।

ইতিমধ্যেই নাসিকের নোট প্রেস থেকে ৫০০ টাকার মোট ১ কোটি ১০ লক্ষ টাকার নোট, ১০০ টাকার ১ কোটি ২০ লক্ষ টাকার নোট এবং ৫০ টাকা ও ২০ টাকার ১ কোটি টাকা করে পাঠানো হয়েছে। বর্তমানে ভারতে মোট ৪ টি নোট প্রেস আছে। ৩১ ডিসেম্বরের মধ্যে রিজার্ভ ব্যাংকে মোট ৮০ কোটি নোট পৌঁছে দেওয়ার নির্দেশ আছে। আশা করা হচ্ছে এই নোট বাজারে এলে নোট সমস্যা অনেকটাই মিটতে পারে।



from Uttarbanga Sambad http://ift.tt/2iqszUM

December 24, 2016 at 06:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top