অনেকদিন ধরেই তার কর ফাঁকি দেয়ার খবর উড়ছে। আবার গত বছরের সম্পূর্ণ হিসাব কষে মিডিয়ায় প্রকাশ করে তার জবাবও দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এর মধ্যেই নতুন খবর, একটি বা দুটি নয়, সুইস ব্যাংকে ক্রিশ্চিয়ানো রোনালদোর নাকি ২২টি অ্যাকাউন্ট। গত রোববার স্পেনের একটি দৈনিকে এমনই এক খবর ঘিরে উত্তাল ফুটবল দুনিয়া। আয়কর ফাঁকি দেয়ার অভিযোগ অনেকদিন ধরেই উঠছিল এই রিয়াল তারকার বিরুদ্ধে; কিন্তু সুইস ব্যাংকে একসঙ্গে এতগুলো অ্যাকাউন্টের কথা সেভাবে সামনে আসেনি। সূত্রের খবর, সুইস ব্যাংকে ২০ মিলিয়ন ইউরো (২ কোটি, প্রায় ১৬৯ কোটি টাকা) জমা রয়েছে রোনালদোর। তবে নিজের দেশ, অর্থাৎ পর্তুগালে খুব বেশি টাকা রাখেননি এই ফুটবলার। সেখানে গচ্ছিত টাকার পরিমাণ মাত্র ৩৩৪৫২ ইউরো। শুধু তাই নয়, তার রয়েছে প্রচুর বিনিয়োগও। স্পেনের বাইরে রয়েছে ২০ কোটি ৩.৭ লাখ ইউরো। আর দেশে (পর্তুগালে) রয়েছে ২৩ কোটি ৫০ লাখ ইউরোর ব্যবসা। রোনালদো সব অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, তিনি এমন কিছু করেননি যেটা ভুল। গত সপ্তাহেই রোনালদোর ফিন্যান্সিয়াল সংস্থা তার ২০১৫ সালের করের হিসেব দিয়েছে। যদিও ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত করের ক্ষেত্রেও নানা সমস্যা রয়েছে বলে জানা গিয়েছে। আরও নানা অভিযোগ উঠছে রোনালদোর বিরুদ্ধে। যা খতিয়ে দেখছে স্প্যানিশ ট্যাক্স অথরিটি। আর/১৭:১৪/১২ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2gsLtJC
December 13, 2016 at 04:27AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন