নিজস্ব প্রতিবেদক ● সুশাসন নিশ্চিত করতে না পারলে দুর্নীতি দমন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। মঙ্গলবার সকালে কুমিল্লা বার্ড (বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট) মিলনায়তনে ডেভেলপমেন্ট, গভর্ণ্যান্স এবং ট্রান্সফরমেশন শীর্ষক সমন্বিত গবেষণা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক আ কা ফিরোজ আহমেদের সভাপতিত্বে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, বিশ্বে মাত্র ১০ ভাগ ধনী মানুষ প্রায় ৮৫ ভাগ সম্পদ ভোগ করছে। কিন্তু সামাজিক উন্নয়ন হচ্ছে প্রতিটি মানুষের উন্নয়ন চেষ্টার সমন্বিত ফলাফল। বৈষম্যমূলক যে কোনো উন্নয়নই টেকসই উন্নয়ন হতে পারে না। সারা বিশ্বেই আমরা দেখছি লিঙ্গ, জাতিগত পরিচয়, বয়স, প্রতিবন্ধী ইত্যাদি কারণে অনেক মানুষ উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন। তবে সুষম উন্নয়নের জন্য প্রয়োজন সকলের সন্মিলিত প্রয়াস।
তিনি আরও বলেন, পৃথিবীতে নির্যাতনকারীরা যুগে যুগে নির্যাতিতদের ওপর নির্যাতন করে আসছে মূলত ক্ষমতা ও অবৈধ সম্পদ ভোগ করার জন্য। আশার কথা হচ্ছে আজকের বিশ্বে নির্যাতনকারীদের অনেক ক্ষেত্রেই সাংবিধানিকভাবে দুষ্ট শক্তি হিসেবে চিহ্নিত করা হচ্ছে। আর তাই জাতিসংঘ কর্তৃক ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি) অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের কথা বলা হয়েছে। প্রাতিষ্ঠানিক সক্ষমতার দুর্বলতাই দুর্নীতির মূল কারণ মন্তব্য করে দারিদ্র,সুশাসনের অভাব এবং দুর্ণীতির চিত্র তুলে ধরেন।
তিনি আরো বলেন, সমাজ থেকে দারিদ্রতা দূর করতে হলে দুর্নীতি নিমূল করতে হবে। পাশাপাশি বেসরকারী খাতের দুর্নীতি নির্মূলেও ভ’মিকা রাখার তাগিদ দেন। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন, সম্মেলনের আহবায়ক ড. শরীফ আস-সাবের। উদ্ধোধনী অনুষ্ঠানে বার্ডের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন বার্ডের পরিচালক ( প্রশাসন) ড.কামরুল আহসান। তাছাড়া বার্ডের মহাপরিচালক সালাহউদ্দিন মাহমুদ বাংলাদেশের পল্লী উন্নয়নে বার্ডের ভূমিকা তুলে ধরেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব টেকনোলজি কুমিল্লা’র উপাচার্য ব্রিগেডিয়ার জেলারেল (অবঃ) ইলিয়াস ইফতেখার রসুল। সম্মেলনে ৪০ টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং গবেষকবৃন্দ তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন। কনফারেন্সে আরো বক্তব্য রাখেন, চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিয়ান জিন লি, কানাডার এমসি মাস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আহমেদ শফিকুল হক, অস্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের পরিচালক ড. শরীফ আস-সাবের প্রমুখ।
The post সুশাসন নিশ্চিত না হলে দুর্নীতি দমন সম্ভব নয় —কুমিল্লায় দুদক চেয়ারম্যান appeared first on Comillar Barta™.
from Comillar Barta™ http://ift.tt/2idNj5V
December 27, 2016 at 10:11PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন