শেষমেষ মুখ খুললেন রাহুল

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, ২১ ডিসেম্বরঃ এতদিন বলে আসছিলেন তিনি মুখ খুললে নাকি ভূমিকম্প হবে। কিন্তু আজ প্রধানমন্ত্রী নামোর নিজের রাজ্য গুজরাটে দাঁড়িয়ে তাঁর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। অভিযোগ, গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি নিয়মিত সাহারা এবং বিড়লা-দের থেকে টাকা নিতেন। তিনি আরও বলেন, আয়কর দপ্তরের কাছে এই সমস্ত লেনদেনের রেকর্ড আছে। কিন্তু তা সত্ত্বেও সংসদে এই তথ্য পেশ করা হয়নি।

রাহুলের দাবি, সাহারা গোষ্ঠীর ডায়েরি থেকে জানা গেছে, ৬ মাসে ৯ বারে মোট ৪০ কোটি টাকা গিয়েছে নরেন্দ্র মোদির নামে। এছাড়া গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন বিড়লা গোষ্ঠীর থেকে ২ বারে নিয়েছেন মোট ১২ কোটি টাকা। ২০১৩ সাল থেকে শুরু হয়েছে এই লেনদেন। রাহুলের মন্তব্য, বিজেপি সরকার যদি দূর্নীতি রোধে কোনো পদক্ষেপ নেয় তাহলে তিনি তা সমর্থন করবেন। কিন্তু নোট বাতিল কখনই কালো টাকা বা দূর্নীতি রোধে পর্যাপ্ত নয়। বরং এতে সাধারণ মানুষের হয়রানি হচ্ছে।

কিন্তু বিজেপির তরফ থেকে রাহুলের এই অভিযোগ ভুয়ো বলে উড়িয়ে দেওয়া হয়েছে।



from Uttarbanga Sambad http://ift.tt/2hVbhTq

December 21, 2016 at 09:45PM
21 Dec 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top