শিলিগুড়ি, ২৩ ডিসেম্বরঃ শিলিগুড়ির নয়াবাজারে দুই ব্যবসায়ীর বাড়ি ও আফিসে হানা দিল আয়কর দপ্তরের আধিকারিকরা। শুক্রবার সকাল থেকে উত্তরায়ণের বাড়িতে ও নয়াবাজারের অফিসে একযোগে তল্লাশি চালায় আয়কর দপ্তরে তিনটি দল। আয়কর দপ্তরের আধিকারিক ডি গৌতম বলেন, ‘ব্যবসায়ীদের নয়াবাজারের নগদ অর্থ, বিনিয়োগ সংক্রান্ত বেশ কিছু পলিসি ও কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়েছে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।’
আয়কর দপ্তর সূত্রের খবর, শুক্রবার ইডি-র হাতে দিল্লি বিমানবন্দরে গ্রেফতার হওয়া কোলকাতার ব্যবসায়ী পরশমল লোঢার সূত্র ধরে এদিন সকাল থেকে রাজপ্রসাদ গুপ্তা ও তাঁর ভাই অজয়প্রসাদ গুপ্তার উত্তরায়ণের বাড়িতে ও নয়াবাজারের অফিসে তল্লাশি শুরু করে কলকাতা ও শিলিগুড়ি আয়কর দপ্তরে যৌথ দল। সকাল ৮ টা থেকে রাত ১১ টা অবধি চলে তল্লাশি। সূত্রের খবর, ৮ নভম্বরে নোট বাতিল ঘোষণার পর থেকে ওই দুই ব্যবসায়ী নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট ও সংস্থার কারেন্ট অ্যাকাউন্টে প্রায় কোটি টাকার মত পুরনো নোট জমা করেছে। তখন থেকেই আয়করের নজরে পড়ে যান ওই ব্যবসায়ী।
from Uttarbanga Sambad http://ift.tt/2iq8xKo
December 24, 2016 at 02:30PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন