রাজীব গান্ধীর মূর্তির সামনে আবর্জনা

জলপাইগুড়ি, ১২ ডিসেম্বরঃ জলপাইগুড়ির টেম্পল স্ট্রীটে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কংগ্রেস নেতা রাজীব গান্ধীর মূর্তির সামনে রয়েছে আবর্জনার স্তুপ। শুধু তাই নয়, বোইরে থেকে মূর্তিটি ঠিমতো লক্ষ্য করাই দায় হয়ে দাঁড়িয়েছে হকারদের পসরার দৌলতে। কোনোরকম বাধা ছাড়াই হকাররা ব্যবসা করে যাচ্ছে। অথচ এতদিনেও পুর কর্তৃপক্ষের নজরে আসেনি কিছুই। রাস্তার দুধারে ফুটপাতে এই দোকানের পসরার জন্যে যানজট এখন নিত্যদিনের ঘটনা। বিষয়টি নিয়ে পুরপ্রধান মোহন বোসকে জানানো হলে তিনি আশ্বাস দেন হকারদের তুলে দেওয়ারএবং জায়গা পরিস্কার করে দেওয়ার। জেলা কংগ্রেস সভাপতি পদে থাকাকালীন মোহনবাবু নিজের উদ্যোগেই এই মূর্তিটি স্থাপন করেন। তিনি বলেন, মূর্তিটি নজরদারির দায়িত্ব কংগ্রেস কর্মীদের উপরও বর্তায়। জলপাইগুড়ির কংগ্রেস সভাপতি নির্মল ঘোষ দস্তিদার বলেন, ‘দলগতভাবে মূর্তি পরিস্কার ও রক্ষণাবেক্ষণের উপর নজর রাখা হবে। আবর্জনা পরিস্কার করা হবে এবং হকারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’



from Uttarbanga Sambad http://ift.tt/2hpQDrH

December 12, 2016 at 11:14PM
12 Dec 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top