লাটাগুড়ি, ১৮ ডিসেম্বরঃ চলতি মাসেই লাটাগুড়িতে উদ্বোধন হতে চলেছে পান্থনিবাস। গরুমারায় বেড়াতে আসা পর্যটকেরা এখানে থাকতে পারবে। লাটাগুড়ি থেকে মালবাজারগামী ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে পূর্ত দপ্তরের বাংলো সংলগ্ন জায়গায় প্রায় ৮০ লক্ষ টাকা ব্যায়ে তৈরি হয়েছে এই পান্থনিবাস। জলপাইগুড়ির ওসি শুভঙ্কর রায় জানান, পান্থনিবাসে থাকা-খাওয়ার ব্যবস্থা থাকবে। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়াও দেওয়া হবে। থাকার জন্য অত্যাধুনিক চারটি ঘরও রয়েছে। পান্থনিবাসটির পরিচালনার দায়িত্ব স্বনির্ভর গোষ্ঠীর হাতে দেওয়া হবে। জানা গেছে, বড়দিনের আগেই এটি চালুর সিদ্ধান্ত নিয়েছে প্রসাসন। অবশ্য এব্যাপারে স্পষ্ট কিছু জানাতে চায়নি প্রশাসন।
from Uttarbanga Sambad http://ift.tt/2hY5w7F
December 19, 2016 at 01:12PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.