নোট বাতিলে মোদির পথেই হাঁটছেন নওয়াজ শরিফ

ইসলামাবাদ, ২০ ডিসেম্বরঃ দুর্নীতির মোকাবিলায় ভারতে পুরোনো ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সিদ্ধান্তের পর এবার নওয়াজ শরিফের পাকিস্তানেও ৫০০০ টাকার নোট বাতিল করার ব্যাপারে একটি প্রস্তাব পাস হয়েছে সেদেশের সেনেটে। পাকিস্তানের বিরোধী দল পিপিপি সদস্য উসমান সইফুল্লা এই প্রস্তাবটি আনেন। তাঁর যুক্তি, বেআইনি লেনদেনের জন্য সব থেকে বেশি ব্যবহার করা হয় ৫০০০ টাকার নোট। অবিলম্বে এই নোট বাতিল করা উচিত। যদিও শাসকদল পিএমএল-এন সদস্যরা এই প্রস্তাবের বিরোধিতা করেন। কিন্তু সেনেটে পিপিপি সংখ্যাগরিষ্ঠ হওয়ায় প্রস্তাবটি পাস হয়ে গিয়েছে। শাসকদলের সদস্য তথা পাকিস্তানের আইনমন্ত্রী জাহিদ হামিদ বলেন, ভারতের মতোই দেশের অর্থনীতি এবং জনসাধারণের মধ্যে প্রভাব ফেলবে। এই পদক্ষেপ করা হলে পাকিস্তানের মুদ্রা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে যাবে। এর জবাবে সইফুল্লা বলেন, ৫০০০ টাকার নোট এখনই বাতিল না করে, এই নোট ছাপানো বন্ধ করে আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে ধাপে ধাপে এই নোটটি বাতিল করে দেওয়া উচিত। উল্লেখ্য, দুর্নীতিতে পাকিস্তানের স্থান ১১৭ নম্বরে। ভারতে নোট বাতিলের পর পাকিস্তানেও অনুরূপ দাবি ওঠে।



from Uttarbanga Sambad http://ift.tt/2h0NfBD

December 21, 2016 at 02:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top