ঢাকা, ২৬ ডিসেম্বর- অভিমান তো সব মানুষেরই আছে। কারও একটু বেশি আবার কারও একটু কম। তবে লাক্সতারকা ফারিয়া শাহরিন একটু বেশিই অভিমান করেছিলেন বৈকি! তার কারণও আছে ২০১৫ সালের শেষের দিকে একজন নাট্য পরিচালকের দ্বারা তিনি প্রতারিত হন তার অভিনয়ের পারিশ্রমিক নিয়ে। তারপর থেকেই তিনি অভিমান করে অভিনয় ছেড়ে দিয়েছিলেন। তারপর তার পড়াশুনার জন্য চলে যান মালয়েশিয়াতে। প্রায় দেড় বছর পর ছুটিতে তিনি দেশে ফিরেছেন। দেশে ফিরেই অনেক নাটকের কাজের কথা চললেও তিনি প্রথমে রাজি হননি। তবে শেষমেষ তার অভিমান কেটেছে ফিরেছেন তিনি অভিনয়ে। জীবন শাহাদাৎ এর রচনা ও পরিচালনায় বাকরখনি প্রেম নামের ভালোবাসা দিবসের একটি নাটকের মাধ্যমে। গল্পটি লিখছেন ইফাদ জাহান। আর এতে ফারিয়ার বিপরীতে অভিনয় করছেন ইরফান সাজ্জাদ। অভিনয়ে ফেরা প্রসঙ্গে ফারিয়া প্রিয়.কমকে বলেন, প্রতারণা আমার পছন্দ নয়। তাই একটু বেশি অভিমান করেছিলাম। কিন্তু আমার দেশে ও দেশের বাইরে যারা ভক্ত রয়েছেন তারা আমাকে বলেছেন যেন আমি অভিনয়ে ফিরি। তাই অভিমান থেকে বের হয়ে অভিনয়ে ফিরলাম। তবে এখন নিয়মিত হচ্ছি না। ছুটি আমার যে কদিন আছে সে কদিন হয়তো বেশ কিছু কাজ করা হবে। অন্যদিকে গল্প নিয়ে জীবন শাহাদাৎ প্রিয়.কমকে বলেন, গল্পে ফারিয়া বিদেশ থেকে বাংলাদেশে আসেন একটি অ্যাসাইনমেন্টে। বাংলাদেশে বাকরখনির যে ইতিহাস রয়েছে তার উপর একটি বিশেষ ডকুমেন্টাটির বানাবেন। সেই সুবাদে চারুকলার ছাত্র ইরফান সাজ্জাদের সঙ্গে তার পরিচয় হয়। ফারিয়াকে তিনি এই বিষয়ে সাহায্য করবেন। তাদের এই পথচলায় সৃষ্টি হয় একটি প্রেমের। সেখান থেকেই এগিয়ে যেতে থাকে একটি ভালোবাসার গল্পে। আজিমপুরে নাটকটির দৃশ্যধারণ ২৬ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। মেহদি হাসানের প্রযোজনা ও ফিডব্যাক মিডিয়ার ব্যানারে আসছে ভালোবাসা দিবসে নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে জানায় নির্মাণ সূত্র। আর/১৭:১৪/২৬ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hmU6sK
December 27, 2016 at 12:52AM
26 Dec 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top