মুম্বাই, ৩১ ডিসেম্বর- ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পর রুপালি পর্দায় আসছেন মাস্টার ব্লাস্টার্সের বায়োপিক শচীন এ বিলিয়ন ড্রিম। এক সময় সারা বিশ্বেই ক্রিকেটঈশ্বর হিসেবে পূজিত হন শচীন রমেশ টেন্ডুলকার। মাস্টার ব্লাস্টার্সের এই বিশ্বজোড়া খ্যাতিকে কাজে লাগিয়ে সেলুলয়েডে লিটল মাস্টারকে নিয়ে আসছেন নির্দেশক জেমস এরস্কাইন। এক মারাঠি যুবকের ২৫ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে সেলুলয়েডে তুলে ধরেছেন পরিচালক এরস্কাইন। রিলিজ হবে আগামী বছর ১৪ এপ্রিল। অর্থাৎ শচীনের ৪৪তম জন্মদিনের ১০ দিন আগে। ১৫ নভেম্বর, ২০১৩ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান শচীন টেন্ডুলকার। সেই সঙ্গে বাইশগজে শচীন যুগের অবসান ঘটে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম এবং একমাত্র শততম সেঞ্চুরির মালিককেই দেখা যাবে তার বায়োপিকে। শচীন ও বিলিয়ন ড্রিম দেখার আগ্রহ ইতোমধ্যেই প্রকাশ করেছেন বলিউডের দুই সুপারস্টার সালমান খান ও শাহরুখ খান। চলতি বছরে রুপালি পর্দায় দেখা গেছে ভারতের দুই অধিনায়কের বায়োপিক। দ্বিতীয়বার ভারতকে বিশ্বকাপ এনে দেওয়া ধোনি এবং ম্যাচ গড়াপেটা কাণ্ডে জড়িয়ে পড়া সাবেক ভারত অধিনায়ক আজহারউদ্দিন।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2iziru4
December 31, 2016 at 04:11PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন