মুম্বাই, ৩১ ডিসেম্বর- বিগ বসের ঘরে তাঁকে নিয়ে বিতর্কের শেষ নেই। প্রতিযোগী মান্নু পঞ্জাবিকে প্রকাশ্যে চুমু খেয়ে বাগদত্তা ও তাঁর পরিবারের প্রশ্নের মুখে পড়েছিলেন ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা। তবে এবার যেটা হল, তা কল্পনাতীত। বিগ বস ১০ প্রতিযোগী মোনালিসার অভিনীত একটি সমপ্রেমী দৃশ্য এখন সোশাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওটি সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশ পেয়েছে। উল্লেখ্য, মোনালিসার আসল নাম অন্তরা বিশ্বাস। ভোজপুরি ছবির পাশাপাশি টেলিভিশনে কয়েকটি বাংলা অনুষ্ঠানেও কাজ করেছেন তিনি। সেখান থেকেই ভিডিয়োটি ভাইরাল হয়েছে সোশাল সাইটে। সাহসী ছবি দৃশ্যে মোনালিসার অভিনয়ের খ্যাতি রয়েছে। দেড় ইশকিয়া ছবিতে মাধুরী দীক্ষিত ও হুমা কুরেশি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার সময় ইতস্তত বোধ করেন। কিন্তু মোনালিসার যে ভিডিয়োটি প্রকাশ পেয়েছে, সেখানে দেখা গিয়েছে অপর এক মহিলাকে আকৃষ্ট করার চেষ্টা করছেন তিনি। প্রথমদিকে কিছুক্ষণ মন সায় না দিলেও, পরে সেই মহিলা নিজেও ভেসে যান। বিগ বস ১০-এ এখন প্রতিযোগী হিসেবে আছেন মোনালিসা। গৌরব চোপড়া, বাণী জে, রোহন মেহেরা, মনবীর গুরজারের মতো প্রতিযোগীরাও তাঁর সঙ্গে আছেন।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hzlzUZ
January 01, 2017 at 01:56AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top