শিলিগুড়ি, ২০ ডিসেম্বরঃ কার্সিয়াংয়ে ছাত্রী অপহরণ এবং খুনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার রাতে শহর থেকে অনেকটাই নীচে কার্বিয়া চা বাগান এলাকা থেকে আশিস রাই, আনমোল রাই এবং প্রয়াস রাই নামে এই তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছেন, এই তিন যুবকই ওই ছাত্রীকে অপহরণ করে পরে খুন করেছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ধৃতদের এদিন কার্সিয়াং আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। প্রসঙ্গত, আকৃতি তামাং নামে আম্বুটিয়া চা বাগান এলাকার বাসিন্দা এক স্কুলছাত্রী গত ১৬ নভেম্বর থেকে নিখোঁজ ছিল। ঘটনার এক মাস পরে গত শনিবার সন্ধ্যায় পুলিশ তার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করেছিল।
from Uttarbanga Sambad http://ift.tt/2ifklyM
December 21, 2016 at 08:06PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.