মুম্বই, ১৯ ডিসেম্বরঃ নোট দুর্ভোগে যোগ হল নতুন মাত্রা। এতদিন কেন্দ্র এবং রিজার্ভ ব্যাংক একের পর এক নির্দেশ দিয়ে এবং পরে তা প্রত্যাহার করে নিত্যনতুন সমস্যায় ফেলেছিল মধ্যবিত্ত, নিম্নবিত্ত আম আদমিকে। রাতারাতি ৫০০,১০০০ টাকার নোট বাতিল হওয়ায় বিপাকে পড়েন সাধারণ মানুষ। এবার পুরনো নোট ব্যাংকে জমা দেওয়ার ক্ষেত্রেও নয়া বিধিনিষেধ আরোপ করল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।
বাতিল হওয়া ৫০০, ১০০০ টাকার নোট মাত্র একবারই ৫০০০ টাকার বোশি নগদ ব্যাংকে জমা দেওয়া যাবে না। মঙ্গলবার থেকেই এই নয়া নিয়ম কার্যকর হবে বলে জানা গেছে। কিন্তু জমা দেওয়ার শেষ দিন ৩০ ডিসেম্বর পর্যন্তই রইল। সেইসঙ্গে ব্যাংকে একটি সন্তোষজনক ব্যাখ্যা দিয়ে জানাতে হবে কেন এতদিন টাকা জমা দেওয়া হয়নি।
from Uttarbanga Sambad http://ift.tt/2h5N7nN
December 20, 2016 at 06:06PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.