কৃষকদের দাবিপত্র নিয়ে মোদি সকাশে রাহুল

নয়াদিল্লি, ১৬ ডিসেম্বরঃ শুক্রবার সংসদ ভবনে কৃষকদের দাবীদাওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত্ করতে যান কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধি। এ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয় নানান জল্পনা। জানা গিয়েছে, উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের কৃষকদের থেকে ‘কিষাণ মাঙ পত্র’ নিয়ে মোদির সঙ্গে সাক্ষাত্ করেন রাহুল। ওই দাবিপত্রে কৃষকদের ঋণ মুকুব ও বিদ্যুতের বিল অর্ধেক করার দাবি জানানো হয়েছে।

সূত্রের খবর, দাবিপত্র জমা দেওয়ার পর প্রধানমন্ত্রী জানান, তিনি বিষয়টি খতিয়ে দেখবেন। তারপরই মোদি রাহুলকে মাঝে মধ্যে দেখা করার আমন্ত্রণ জানান।



from Uttarbanga Sambad http://ift.tt/2hWhf2D

December 16, 2016 at 08:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top