মুম্বাই, ২৭ ডিসেম্বর- কোনো ভারতীয় নয়, বর্তমান প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে জো রুট তার প্রিয় ব্যাটসম্যান বলে জানিয়েছেন ভারতীয় টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। বর্তমান প্রজন্মের ক্রিকেটারদের নিয়ে কথা তুলতেই জো রুটের কথা বলেনি তিনি। শুধু রুটই নন, বিরাটের পছন্দের তালিকায় রয়েছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার, ব্ল্যাক ক্যাপ অধিনায়ক কেন উইলিয়ামসনও। কোহলি বলেন, বিশ্ব ক্রিকেটে জো রুট আমার অন্যতম প্রিয় ক্রিকেটার। সঙ্গে ডেভিড ওয়ার্নার ও কেন উইলিয়ামসনও রয়েছেন। তার সঙ্গে (রুট) আমার খুব বেশি কথা হয়নি, কিন্তু তার খেলার ধরণ দেখে আমি মুগ্ধ হই। সে বরাবরই একজন শক্তিশালী টেস্ট ক্রিকেটার। ভারতের টেস্ট অধিনায়ক বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে রুট আমাদের বিপক্ষে অসাধারণ খেলেছেন। আমি অভিভূত হয়েছি। সে অনেক স্মার্ট এবং নিজের খেলাটা সম্পর্কে ভালো জানেন। এটার প্রমাণই দিয়েছে। তার মতো ক্রিকেটারের বিপক্ষে মাঠে খেলতে পারাটা সবসময়ই রোমাঞ্চকর। সাম্প্রতিক সময়েও ব্যাট হাতে ভালো সময় পার করছেন এই ইংলিশ টপ অর্ডার। ভারতের বিপক্ষে পাঁচ টেস্টে একটি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে চারটি হাফসেঞ্চুরি। তার আগে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টে ৯৮ রান করেন তিনি। সর্বোচ্চ ইনিংসটি ছিলো ৫৬ রানের। সূত্র: স্পোর্টসকিডা আর/১০:১৪/২৭ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2idPq9X
December 28, 2016 at 04:34AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন