ঢাকা, ১৩ ডিসেম্বর- গত দুই বছরে বেশ কিছু সুখস্মৃতি রয়েছে বাংলাদেশ ক্রিকেটের। পাকিস্তানের মতো দলকে ওয়ানডেতে হোয়াইটওয়াশ করা। ভারত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়। ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়সহ আরো অনেক স্মৃতি। ঘরের মাঠে টানা ছয়টি সিরিজ জয়ের পর ইংল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হাতছাড়া করেছেন টাইগাররা। এবার মাশরাফি-মাহমুদউল্লাহ-মুশফিকদের সামনে বড় চ্যালেঞ্জ, আর সেটি হচ্ছে বিদেশের মাটিতে নিজেদের মেলে ধরা। ২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছিল বাংলাদেশ। ভারতের কাছে কোয়ার্টার ফাইনালে বিতর্কিত পরাজয় মেনে নিতে হয়েছিল মাশরাফি বাহিনীকে। সেই নিউজিল্যান্ডেই এবার খেলতে গেছেন টাইগাররা। ঘরের মাঠে এই নিউজিল্যান্ডকেই হোয়াইটওয়াশ করার কীর্তি রয়েছে বাংলাদেশের। তবে প্রতিপক্ষ কিউইদের মাঠে সেরকম দাপুটে পারফরম্যান্স নেই টাইগারদের। বিপিএলে খেলে যাওয়া মুশফিক-মাশরাফি-মাহমুদউল্লাহ-তামিম-মিরাজরা রয়েছেন দুর্দান্ত ফর্মে। তাই এবার ভালো কিছুরই প্রত্যাশা করছেন টাইগার ভক্তরা। নিউজিল্যান্ড সফরের আগে অস্ট্রেলিয়ার সিডনিতে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ দল। সেখানে নিজেদের প্রস্তুত করছেন মাহমুদউল্লাহ-মিরাজরা। জিম করছেন তারা। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে মাহমুদউল্লাহ লিখেছেন, আলহামদুলিল্লাহ, নিরাপদেই সিডনিতে পৌঁছেছি আমরা। সতীর্থদের সঙ্গে জিম করছি। প্রসঙ্গত, অস্ট্রেলিয়ায় দুটি প্রস্তুতি ম্যাচও খেলবেন টাইগাররা। বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়ন সিডনি থান্ডার্সের বিপক্ষে খেলবেন তারা। অস্ট্রেলিয়ায় ক্যাম্প শেষে নিউজিল্যান্ডে উড়ে যাবে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলবেন মাশরাফিরা। ক্রাইস্টচার্চে ২৬ ডিসেম্বর বক্সিং-ডে ওয়ানডে দিয়ে নিউজিল্যান্ড সিরিজ শুরু করবেন মাশরাফিরা।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2gve6FS
December 13, 2016 at 07:55PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন