বেপরোয়া বাইকিংয়ের প্রতিবাদ করায় প্রকাশ্যে মারধর শিক্ষককে

শিলিগুড়ি, ২২ ডিসেম্বরঃ বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় বেধরক মারধর খেতে হল এক শিক্ষককে। বৃহস্পতিবার দেশবন্ধুপাড়ার আর্য সমিতি সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের শিক্ষক অরূপকুমার ঘোষ এদিন বাইকে করে তাঁর স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় বাইক নিয়ে এক যুবক মোবাইলে কথা বলতে বলতে সজোরে এসে অরূপবাবুর বাইকে ধাক্কা মারলে তিনি এর প্রতিবাদ করেন। এরপর যুবকটি তাঁকে গালিগালাজ করে, হুমকিও দেয়। তা দেখে কয়েকজন এগিয়ে এলে যুবকটি সেখান থেকে চলে যায়। ওই যুবকটি কিছু দূর এগিয়ে তাঁর জন্য অপেক্ষা করতে থাকে। অরূপবাবু সেখানে পৌঁছালে ওই যুবকটি তাঁর বাইকের চাবি কেড়ে নিয়ে তাঁর মাথায় হেলমেট দিয়ে আঘাত করে। জখম স্কুল শিক্ষককে চিকিত্সার জন্য শিলিগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুরো ঘটনাটি জানিয়ে শিলিগুড়ি থানায় অভিযোগও দায়ের করা হয়। ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।



from Uttarbanga Sambad http://ift.tt/2hZ4wxz

December 23, 2016 at 01:14PM
23 Dec 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top