ভালেট্টা (লিবিয়া), ২৩ ডিসেম্বরঃ শুক্রবার মাঝ আকাশ থেকে লিবিয়ার এ-৩২০ বিমানটিকে অপহরণ করল দুই জঙ্গি। হুমকি দেওয়া হয়, দাবি না মানলে গ্রেনেড দিয়ে উড়িয়ে দেওয়া হবে বিমানটিকে। সূত্রের খবর, এরপরই মাল্টাতে জোর করে বিমানটিকে অবতরণ করতে বাধ্য করে তারা।
জানা গেছে, বিমানটিতে ১১১ জন সাধারন যাত্রী এবং ৭ জন বিমানকর্মী রয়েছেন। আফ্রিকিয়াহ এয়ারবাস এয়ারওয়েজের এই বিমানটি সাভা থেকে রওনা হয়েছিল ত্রিপোলির উদ্দেশ্যে।
মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাস্কাট এদিন টুইটারে জানান, সম্ভাব্য বিমান অপহরণের খবর তিনি জানেন। বিমানটিকে ভূমধ্যসাগরের কোনো দ্বীপে নামানো হয়েছে। আপতত্কালীন ব্যবস্থা ও নিরাপত্তারক্ষীরা তৈরি। কিন্তু এখনও পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন এর দায় স্বীকার করেনি।
from Uttarbanga Sambad http://ift.tt/2hZQnAb
December 23, 2016 at 07:37PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.