রূপচর্চায় পানপাতার পাঁচ গুণ

১) খুব চুল উঠছে? পানপাতা বেটে তিল বা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে মাথায় লাগান। একঘন্টা রেখে শ্যাম্পু করে নিন। নিয়মিত করলে চুলপড়া কমবে।

২) কিছুতেই ব্রণ কমছে না? রাতে ঘুমনোর আগে পানপাতা ও কাঁচা হলুদ বেটে একসঙ্গে ব্রণের উপর লাগান। সকালে ধুয়ে নিন। চার-পাঁচদিনে ব্রণ গায়েব।

৩) অ্যালার্জিতে ভুগছেন? একবাটি জলে ১০ টি পানপাতা ফুটিয়ে নিন। সরাসরি অ্যালার্জির উপর এই জল লাগান। দেখবেন নিমেষে আরাম পাবেন।

৪) ডিওডরেন্ট মেখেও গায়ে দূর্গন্ধ? পানপাতার রস জলে মিশিয়ে স্নান করুন রোজ। আর ডিও মাখতে হবে না।

৫) পানপাতা খুব ভালো মাউথ ফ্রেশনার। খাওয়া-দাওয়ার পর একটা পাতা চিবিয়ে নিন। পেঁয়াজ, রসুনের মতো কড়া গন্ধও উধাও হবে।



from Uttarbanga Sambad http://ift.tt/2hbzMrz

December 17, 2016 at 04:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top