মুম্বাই, ১৯ ডিসেম্বর- কিছুদিন আগেই জানিয়েছিলেন, নিজের ৫১ তম জন্মদিনে ভক্তদের জন্য বিশেষ উপহার নিয়ে আসছেন সালমান খান। এবার রহস্যের জট খুললেন তিনি নিজেই। জানালেন, ২৭ ডিসেম্বরে নিজের ব্যক্তিগত অ্যাপ-এর উদ্বোধন করবেন তিনি। সোমবার সকালে এ নিয়ে টুইট করেন সালমান। বলেন, এই অ্যাপ থেকে তার গতিবিধি সম্পর্কে সবকিছুই জানতে পারবেন সালমান-ভক্তরা। এর আগে সালমানেরই প্রেম রতন ধন পায়োর সহ-অভিনেত্রী সোনম কাপুর নিজের অ্যাপ প্রকাশ করেছিলেন। সেটাই ছিল বলিউডি তারকাদের নিজের নামে অ্যাপ চালু করার প্রথম ঘটনা। পরবর্তীতে এই পথে হাঁটেন অভিনেত্রী সানি লিওনি। নিজের জন্মদিনের উৎসব এবার বেশ ঘটা করেই পালন করবেন সালমান। তবে সেই উৎসবে যোগ দিতে পারবেন না তার দীর্ঘদিনের বন্ধু আমির খান; পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে রেখেছিলেন আগেই। তবে শাহরুখ খান সহ হিন্দি সিনেজগতের অন্য তারাদের আলোয় ঝলমল করে উঠবে সালমানের জন্মদিন- এমনটাই জানিয়েছে মুম্বাই মিরর। আর/১০:১৪/১৯ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2i7pSYm
December 20, 2016 at 05:25AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top