গোবিন্দগঞ্জে নিহত সাঁওতালদের স্মরণে শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাহেবগঞ্জ বাগদা ফার্মে গুলিতে নিহত সাঁওতালদের স্মরণে মঙ্গলবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন ও সংহতি সমাবেশ কর্মসূচি পালন করেছে জাতীয় আদিবাসী পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
কর্মসূচিতে নিহত শ্যামল হেমব্রমের স্ত্রী সোনামুনি কিসপট্টা, ছেলে সাগর হেমব্রম ও সনাতন হেমব্রম প্রজ্জ্বলন করে কর্মসূচির উদ্বোধন করেন।
জাতীয় আদিবাসী পরিষদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি বিচিত্রা তিরকির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক টুনু পাহান, নিহত শ্যামল হেমব্রমের স্ত্রী সোনামনি কিসপট্টা, বন্ধু বিসপ হেমব্রম, আদিবাসী ছাত্র পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক দিলীপ পাহান, সহসাধারণ সম্পাদক মানিক রায় প্রমূখ।
এসময় সংহতি জানিয়ে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জেসিপিবির সাধারণ সম্পাদক এ্যাড. আবু হাসিব, থিয়েটার  চাঁপাইনবাবগঞ্জের সাধারণ সম্পাদক শাহজাহান প্রামাণিক, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার সহসভাপতি আলী উজ্জামান নূর, সাংবাদিক আনোয়ার হোসেন প্রমূখ।
বক্তারা বাগদা ফার্মে সাঁওতালদের গুলি করে হত্যা, নির্যাতন, তাঁদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুন্ঠনের তীব্র নিন্দা ও  সুষ্ঠু বিচারের দাবি জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-১২-১৬



from Chapainawabganjnews http://ift.tt/2g6DnWR

December 06, 2016 at 09:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top