ফরাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ স্থায়ী কর্মী ও ৭ ঠিকা শ্রমিক দগ্ধ

ফরাক্কা , ১৬ ডিসেম্বরঃ ফরাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রের হপারের জলন্ত ছাইয়ে ৭ ঠিকা শ্রমিক এবং ২ স্থায়ী কর্মী জখম হলেন। তাঁদের এনটিপিসি পিটিএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, পরে গুরুতর জখম অবস্থায় মালদার পিটিএস (এনটিপিসি) হাসপাতালের বার্ন ইউনিটে তিনজনকে রেফার করা হয়েছে।

ফরাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রের এগ্‌঩জিকিউটিভ ডিরেক্টর অরবিন্দকুমার সিনহা বলেন, ঘটনাটি দুঃখজনক। তিনি বলেন, শ্রমিকরা ছাই হপার থেকে বের করছিলেন। তখনই ছাই উড়ে এসে এই দুর্ঘটনা ঘটেছে। আহতদের হাসপাতালের বার্ন ইউনিটে রেখে চিকিত্সা চলছে। তবে এখন সবাই ভালো রয়েছেন। এনটিপিসি তাঁদের জন্য সবরকম ব্যবস্থা করছে। এনটিপিসি ঠিকা শ্রমিক ইউনিয়নের তৃণমূলের নেতা অমর চক্রবর্তী বলেন এরকম বহু ঘটনা ঘটছে। ঝুঁকি নিয়ে আমাদের কাজ করতে হয়। কিন্তু উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকার জন্য দুর্ঘটনা বাড়ছে। তিনি বলেন, এই ঘটনায় আহতদের চিকিত্সার সম্পূর্ণ দায়িত্ব এনটিপিসিকে নিতে হবে এবং দুর্ঘটনাপ্রবণ জায়গাগুলিতে ঠিকমতো নিরাপত্তার সরঞ্জাম সরবরাহ করতে হবে অবিলম্বে।



from Uttarbanga Sambad http://ift.tt/2hFE5MV

December 17, 2016 at 06:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top