মালদায় শুরু হল পুষ্প প্রদর্শনী

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, মালদাঃ বুধবার বিকেলে মালদা হর্টিকালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৪০তম জেলা পুষ্প প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্ বোধন হল। প্রদর্শনীর স্থান বৃন্দাবনী ময়দান সংলগ্ন শুভঙ্কর শিশু উদ্যানের বোটিং এলাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি, কাউন্সিলার প্রসেনজিৎ দাস, শিক্ষাবিদ শক্তিপদ পাত্র, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক শুভেন্দু চৌধুরি, জেলা হর্টিকালচার সোসাইটির সম্পাদক দীপক দাম, উত্সব কমিটির কনভেনার উত্পল কর্মকার, পুষ্প প্রদর্শনীর বিচারকেরা।

প্রদর্শনী বিষয়ে উত্সব কমিটির কনভেনার উত্পল কর্মকার জানান, প্রায় ১০৫০ প্রজাতির গাছ এবছর স্থান পেয়েছে। ফল ও সবজির গুণগতমান যথেষ্টই ভালো। মানুষের পরিচিত ফুলের মধ্যে গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকার ভ্যারাইটি রয়েছে। বিভিন্ন প্রজাতির ক্যাকটাসও রয়েছে। তবে এবারের প্রদর্শনীর বিশেষ আকর্ষণ মাশরুম বলে তিনি জানান। প্রদর্শনী ঘিরে প্রতিদিনই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। চলবে আগামী ১ জানুয়ারী পর্যন্ত। বিজয়ীদের পুরস্কৃত করা হবে। এবারেও এই পুষ্প প্রদর্শনীকে ঘিরে লোকসমাগম যথেষ্টই হবে বলে জানান উত্পলবাবু।



from Uttarbanga Sambad http://ift.tt/2hwWvme

December 28, 2016 at 11:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top