নয়া দিল্লী, ২৯ ডিসেম্বর- শুরু থেকে ইনিংসের শেষপর্যন্ত ব্যাটিং করার কীর্তি খুব কমই দেখাতে পারেন ব্যাটসম্যানরা। বিশেষত টেস্ট বা প্রথম শ্রেণির ক্রিকেটে। সম্প্রতি রঞ্জি ট্রফিতে এই ক্যারিং দ্য ব্যাট-এর কীর্তি গড়েছেন গুজরাটের ২৬ বছর বয়সী ব্যাটসম্যান সামিত গোহেল। ভেঙে দিয়েছেন ১১৭ বছর ধরে টিকে থাকা একটি রেকর্ড। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমে শেষপর্যন্ত ব্যাটিং করে সবচেয়ে বেশি রানের ইনিংস খেলার রেকর্ডটি আগে ছিল ইংল্যান্ডের ক্রিকেটার ববি আবেলের দখলে। ১৮৯৯ সালে সারের হয়ে তিনি খেলেছিলেন ৩৫৭ রানের অপরাজিত ইনিংস। আর গত মঙ্গলবার রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে উড়িষ্যার বিপক্ষে গোহেল অপরাজিত ছিলেন ৩৫৯ রানে। প্রথম শ্রেণির ক্রিকেটে শুরু থেকে শেষপর্যন্ত ব্যাটিং করে ত্রিশতকের ইনিংস খেলে অপরাজিত থাকার কীর্তি আছে আর মাত্র দুজনের। ১৮৭৬ সালে ডব্লিউ জি গ্রেস (৩১৮) ও ১৯৩৫ সালে বিল অ্যাশডাউন (৩০৫)। প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ডটি অবশ্য এখনো আছে পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান হানিফ মোহাম্মদের দখলে। ১৯৫৯ সালে কায়েদে আযম ট্রফির সেমিফাইনালে তিনি করেছিলেন ৪৯৯ রান। আর প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ অপরাজিত ইনিংসটি আছে আরেক কিংবদন্তি ডন ব্রাডম্যানের দখলে। ১৯৩০ সালে কুইন্সল্যান্ডের বিপক্ষে ৪৫২ রান করে অপরাজিত ছিলেন সর্বকালের সেরা এই ব্যাটসম্যান। প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রানের ইনিংস খেলার রেকর্ডও আছে ব্রাডম্যানের দখলে। ১৯২৯-৩০ মৌসুমে তিনি করেছিলেন ৪৫২ রান। তাঁর পরেই আছে গোহেলের ৩৫৯ রানের অপরাজিত ইনিংসটি। রঞ্জি ট্রফিতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ত্রিশতক করার বিরল কীর্তিও গড়েছেন গোহেল। তাঁর আগে ১৯৪৩-৪৪ মৌসুমে বিজয় হারারে করেছিলেন ৩০৯ রান। আর ২০১২-১৩ মৌসুমে চেতেশ্বর পূজারার ব্যাট থেকে এসেছিল ৩৫৯ রানের ইনিংস। আর/১৭:১৪/২৯ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hsoPBl
December 30, 2016 at 12:58AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.