লস অ্যাঞ্জেলস, ৩০ ডিসেম্বর- অবশেষে বাগদানের ঘোষণা দিলেন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট রেডিট.কমের সহ-প্রতিষ্ঠাতা অ্যালেক্স ওহানিয়ানের সঙ্গে বৃহস্পতিবার বাগদানের ঘোষণা দেন টেনিসের জীবন্ত মার্কিন এ কিংবদন্তী। রেডিট-এ একটি কবিতার মাধ্যমে এই ঘোষণা দেন ২২ গ্র্যান্ডস্লামের মালিক। সেখানে সেরেনা উইলিয়ামস জানান, অ্যালেক্স তাকে নিয়ে রোমে গিয়েছিলেন সেখানেই তারা প্রথম মিলিত হন। তাকে প্রথমে প্রস্তাব দেন অ্যালেক্স, জবাবে তিনি হ্যাঁ বলেছেন। তবে অ্যালেক্সের বর্তমান বয়স ৩৩, অর্থ্যাৎ নিজের চেয়ে বয়সে দুই বছরের ছোট অ্যালেক্সের সঙ্গেই নতুন জীবন শুরু করতে যাচ্ছেন সেরেনা। বয়স ৩৫ ছাড়িয়ে গেলেও টেনিস কোর্টে এখনও অপ্রতিরোধ্য এ মার্কিন তারকা। টেনিস কোর্টে প্রতিপক্ষের জন্য এখনও বড় হমকির নাম সেরেনা। এ বছরেও উইম্বলডন জয়ের স্বাদ পেয়েছেন তিনি। সেইসঙ্গে স্পর্শ করেছেন টেনিসের ওপেন যুগে সর্বোচ্চ ২২ গ্র্যান্ডস্লাম জয়ের জার্মান কিংবদন্তী স্টেফি গ্রাফের রেকর্ড। এরআগে মাঝে-মধ্যেই ডেটিংয়ের গুঞ্জন শোনা গেলেও প্রেম নিয়ে খুব বেশি শিরোনামে আসতে দেখা যায়নি উইলিয়ামস পরিবারের ছোট মেয়েকে। অবশেষে বছরের শেষ মুহূর্তে এসে ঘোষণা দিলেন বাগদানের। রেডিট-এ মানুষ কোনো সংবাদ বা আলোচ্য বিষয়ের উপর ভিত্তি করে ভার্চুয়াল গ্রুপ/ফোরাম তৈরি করে। অ্যালেক্স ও তার বন্ধু স্টিভ হফম্যান ২০০৫ সালে এটি প্রতিষ্ঠা করেন। কিভাবে প্রপোজ করা হয়েছে সেই গল্পও এ ফোরামে শেয়ার করেন মানুষ। ওই সাইটেই সেরেনা আর/আইসেইডইয়েস নামে ফোরামে এ টেনিস তারকার বাগদানের খবর নিশ্চিত করা হয়। সেরেনা উইলিয়ামস নতুন মৌসুম শুরু করবেন অকল্যান্ড ক্লাসিক দিয়ে। এ টুর্নামেন্টে খেলতে বর্তমানে নিউজিল্যান্ডে পৌঁছে গেছেন বিশ্ব টেনিস র্যাংকিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা। আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হবে মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট। মূলত অস্ট্রেলিয়ান ওপেনেরই প্রস্তুতি-মঞ্চ হিসেবে বিবেচিত হয় অকল্যান্ড ক্লাসিক। সূত্র : মেইল অনলাইন আর/১০:১৪/৩০ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hAckam
December 31, 2016 at 05:32AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন