নোট কাণ্ডে বলতে দিলে সংসদে ভূকম্প হবে, গর্জন রাহুলের

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ  ঝড় নয়, তাকে বলতে দেওয়া হলে ভূকম্প হবে সংসদে। নোট কাণ্ড নিয়ে প্রধানমন্ত্রীকে এভাবেই তোপ দাগলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধি। তাঁর দাবি, তাঁর কাছে এমন তথ্য রয়েছে যা প্রকাশ করলে সংসদে ভূকম্প হবে। নোট বাতিলের সিদ্ধান্ত স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে বড় কেলেঙ্কারি। দেশের সবচেয়ে বড় দুর্নীতিতে জড়িয়ে রয়েছে প্রধানমন্ত্রীর নাম। তিনি আরও বলেন, গণতান্ত্রিক পদ্ধতি অনুযায়ী ভোটাভুটি সহ নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে আলোচনা হওয়াই স্বাভাবিক। এরপর প্রধানমন্ত্রী তাঁর জবাবি ভাষণ দিতে পারতেন।

শুক্রবার লোকসভায় ভাষণ দিতে চেয়েছিলেন রাহুল। কিন্তু সরকার পক্ষের সাংসদদের প্রবল বাধার মুখে পড়েন এবং তাঁকে ভাষণ দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়। বিরোধী ও সরকার পক্ষের বাদানুবাদে সংসদ উত্তাল হয়ে উঠলে অধিবেশন মুলতুবি রাখতে বাধ্য হন স্পিকার সুমিত্রা মহাজন।

রাহুলের তোপের উত্তরে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী বেঙ্কাইয়ে নাইডু বলেন, ‘রাহুল গান্ধি যতই বলুন না কেন, সাধারণ মানুষ নোট বাতিলের সিদ্ধান্তে পক্ষে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।’



from Uttarbanga Sambad http://ift.tt/2gJzb0d

December 09, 2016 at 11:03PM
09 Dec 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top