নয়াদিল্লী, ০৬ ডিসেম্বর- কোন ম্যাচ না খেলেই আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলতে নামবেন মহেন্দ্র সিং ধোনি। এতেই বেধেছে গোল। শুধু ধোনির ক্ষেত্রে স্পেশাল ছাড় দিচ্ছে বিসিসিআই? এই প্রশ্ন উঠেছে ক্রিকেট মহলে। আরও পড়ুন- চেন্নাই থেকে সরতে পারে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট। আসলে বিসিসিআই এখন নিয়ম করে দিয়েছে জাতীয় দলের ম্যাচে যারা খেলবেন না, তাদের খেলতে হবে ঘরোয়া টুর্নামেন্ট। যার জেরে গৌতম গম্ভীরদের খেলতে হচ্ছে রঞ্জি ট্রফিতে। এমনকী চোট পাওয়া ক্রিকেটারদেরও ম্যাচ ফিট হওয়ার জন্য ঘরোয়া টুর্নামেন্ট খেলা বাধ্যতামূলক করে দিয়েছেন ভারতের কোচ অনিল কুম্বলে। ফিটনেস পরীক্ষার জন্য লোকেশ রাহুল,ইশান্ত শর্মা,শিখর ধাওয়ানদের তাই খেলতে হয়েছে রঞ্জি ট্রফিতে। রঞ্জির কোয়ার্টার ফাইনালে ঝাড়খন্ড উঠলে ধোনি খেলবেন কি না তাও জানেন না নির্বাচক কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ। ফলে কোনও ম্যাচ না খেলেই পুণেতে পনেরোই জানুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ খেলতে নামছেন ধোনি। মাহি ভাইজাগে উনত্রিশে অক্টোবর শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2h9w4OW
December 06, 2016 at 03:54PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top