মুম্বাই, ২২ ডিসেম্বর- ছোটবেলায় মায়ের সঙ্গে কাল হো না হো দেখে কেঁদেছিলেন, মুগ্ধও হয়েছিলেন। সিনেমায় শাহরুখ খান-এর মৃত্যু কিছুতেই মেনে নিতে পারেননি সানি লিওন। আজ এতগুলো বছর পর ভাগ্য তাকে নিয়ে এসেছে এমন একটি জায়গায়, যেখানে শাহরুখ খান তার হাত ধরে নাচছেন! রাইস সিনেমার লায়লা ও লায়লা গানকে তাই সানি নিজের জীবনের স্বপ্নপূরণ হিসেবেই মানছেন। বুধবার রাতে মুক্তি পেয়েছে রইস সিনেমার প্রথম গান লায়লা ও লায়লা। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে শাহরুখ-এর সাথে কাজ করার অনুভূতির কথা জানিয়েছেন সানি। তিনি বলেন, যখন প্রথম শাহরুখ-এর থেকে ফোন পাই, আমি বিশ্বাসই করতে পারিনি! তখন অনেকগুলো বিষয় আমার জীবনে ঘটছিল যা মোটেও কাম্য ছিল না। আমার সিনেমা ভালো চলছিল না, সবকিছুই খারাপ চলছিল। হুট করেই শাহরুখ-এর ঐ ফোনকল সবকিছুই বদলে দিয়েছিল। আমি তো ঐ গানের অনুশীলনের সময়ও বিশ্বাস করতে পারছিলাম না! আমরা অনেক পরিশ্রম করেছি। শাহরুখ-এর সঙ্গে কাজ করা একটি গর্বের ব্যাপার। সানির অতীত নিয়ে বিভিন্ন সময়েই নানা প্রশ্ন উঠেছে। তবে ওসব কথাকে নিজের জীবনে বেশি গুরুত্ব দিতে চান না তিনি, প্রথম শটের পর আমি শাহরুখকে ধন্যবাদ দেই। এটা অসাধারণ এক মুহূর্ত ছিল। যারা আমাকে নিয়ে আজেবাজে কথা বলেছিল, তারা অবশ্যই এই গানটি দেখবে। আমার মা-বাবা মারা যাওয়ার পরেই ব্যাপারগুলো ঘটতে শুরু করেছিল। কিংবদন্তি অভিনেত্রী জিনাত আমান-এর গান নতুনভাবে করতে পেরে নিজেকে ধন্য মনে করছেন সানি, জিনাত আমান-এর সাথেই আমার নাম উচ্চারিত হবে, এর চেয়ে বেশি কী চাই জীবনে? মানুষ যদি বলে আমাকে জঘন্য লাগছে তাতেও আমার কিছু যায় আসে না। ২০১৭ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে রাহুল ঢোলাকিয়া পরিচালিত রইস। আর/১৭:১৪/২২ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hWhZWC
December 22, 2016 at 11:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top