করাচি, ২২ ডিসেম্বর- নিজের অ্যাঞ্জেল গানের মাধ্যমে অনলাইনে ব্যাপক পরিচিতি পাওয়া পাকিস্তানি গায়ক তাহির শাহ ক্রমাগত প্রাণনাশের হুমকির মুখে দেশত্যাগ করেছেন। মঙ্গলবার তিনি করাচি ছেড়ে যান, তার এজেন্টের বরাতে জানিয়েছে এনডিটিভি। ২০০৩ সালে আই টু আই গানের মাধ্যমে ইন্টারনেটে পরিচিতি পান তাহির শাহ। ভাইরাল হওয়া ওই গান তাকে খ্যাতি এনে দেয়। এরপর ২০১৩ সালে অ্যাঞ্জেল গানটি তাহিরের পরিচিতিকে ব্যাপক করে তোলে। তার এজেন্ট জানিয়েছেন, গত কিছুদিন ধরে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এক বিবৃতিতে ওই এজেন্ট জানিয়েছেন, পাকিস্তানের বিখ্যাত গায়ক, যিনি সঙ্গীতের মাধ্যমে ভালবাসা প্রচার করার জন্য পরিচিত, গত কিছুদিন ধরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন। সম্প্রতি পাকিস্তানের প্রথম অনলাইন ফিল্মে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেছেন তাহির। কিন্তু মনে হচ্ছে, মানুষের কল্যাণের জন্য শিল্পকে ব্যবহার করতে যে উদ্যোগ তিনি নিয়েছেন তা শত্রুদের পছন্দ না। হয়তো সেই কারণেই তাকে হুমকি দেওয়া হচ্ছে। সরকার তার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় অত্যন্ত ব্যথিত মনে পাকিস্তান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাহিরের পাকিস্তান ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার ম্যানেজার। বলেন, তিনি কোথায় গিয়েছেন তা আমিও জানি না, কিন্তু এটা নিশ্চিত তিনি পাকিস্তান ছেড়ে গেছেন। আর/১৭:১৪/২২ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2h5bjDN
December 23, 2016 at 12:09AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top