নাঙ্গলকোটে মার্কেটে চুরি

তাজুল ইসলাম ● নাঙ্গলকোট পৌর এলাকার ধাতীশ্বর মুরালী সুপার মার্কেটের সাদেকুজ্জমানের জনসেবা টিম্বার হাউজের দোকানের কর্মচারী গত বুধবার রাতে দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ১০হাজার টাকা, কাঠ ও ফার্নিচার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, পৌর এলাকার ধাতীশ্বর মুরালী সুপার মার্কেটের জনসেবা টিম্বার হাউজের মালিক দাউদপুর গ্রামের সাদেকুজ্জামানের ফার্নিচার দোকানের কর্মচারী জোড্ডা ইউনিয়নের শ্রীহাস্য গ্রামের আবদুল মন্নান মেস্তরী দীর্ঘ ৪মাস যাবত তার দোকানে ৩জন কর্মচারীসহ কাজ করে আসছিলেন। এবং দোকানের ভিতর পরিবার-পরিজন নিয়ে বসবাস করছেন। দোকানের মালিক সাদেকুজ্জামান জানান, আবদুল মন্নান যাওয়ার ২দিন পূর্বে তার পরিবারকে অন্যত্র পাঠিয়ে দেন।

বুধবার রাতে কর্মচারী আবদুল মন্নান মেস্তরী দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ১০হাজার টাকা, মূল্যবান কাগজপত্র, একটি বঙ্খাট ও প্রায় ২লাখ টাকার বিভিন্ন প্রজাতির কাঠ নিয়ে যায়। এব্যাপারে নাঙ্গলকোট থানায় অভিযোগ করা হয়েছে।

The post নাঙ্গলকোটে মার্কেটে চুরি appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2h9x2Kz

December 23, 2016 at 09:16PM
23 Dec 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top