মুম্বাই, ২৮ ডিসেম্বর- মাত্র ৩৫ বছর বয়স৷ কিন্ত্ত এরই মধ্যে তারকা হিসেবে স্বীকৃতি সানি লিওনির মনে হচ্ছে বেশ চাপের৷ তাঁর মতে, তারকা ব্যাপারটাই বেশ অস্বস্তিকর৷ দেখতে দেখতে সানি লিওনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দিলেন ৫টা বছর৷ ২০১১ সালে প্রথম তাঁকে দেখতে পাওয়া গিয়েছিল বিগ বস সিরিজে৷ এই সিরিজ শেষ হতে না হতেই তিনি অভিনয় করে ফেললেন জিসম টু ছবিতে৷ তারপরে কখনও শাহরুখ খান, আবার কখনও অক্ষয়কুমারের মতো তারকা তাঁর সহ-অভিনেতা৷ সম্প্রতি এক সাক্ষাত্কারে তাঁর অকপট স্বীকারোক্তি, আমি ঠিক জানি না তারকা হওয়ার ফিলিংটা ঠিক কেমন৷ আমি নিজেকে তারকা হিসেবে ভাবিও না৷ এটা ঠিক আমার জীবনে সাফল্য এসেছে৷ কিন্ত্ত সেটা এসেছে আমার কঠোর পরিশ্রমের কারণে৷ আর এই জন্যেই লোকে আমাকে ঠিক যে চোখে তারকা হিসেবে দেখেন আমি নিজেকে সেই চোখে দেখতে পারি না৷ এই কারণেই সব সময়ই আমার মধ্যে একটা অস্বস্তি কাজ করে৷ কথায় কথায় তিনি আরও জানালেন, আমি নিজেকে ঠিক সেই জায়গায় ফেলতে পারি না যেখানে অন্যান্যরা কেবলমাত্র কিছু কাজ করার সুবাদে প্রিভিলেজড হয়ে আছেন৷ আমি নিজে যা, নিজেকে তাই ভাবতেই পছন্দ করি৷ বেশিও না, কমও নয়৷ এই মুহূর্তে এই দেশে অনলাইনে খোঁজ করা হয় এমন ব্যক্তির মধ্যে প্রায় শীর্ষে রয়েছেন সানি লিওনি৷ অথচ, তাঁর সাম্প্রতিক প্রায় প্রতিটি ছবিই বক্স অফিসে ব্যর্থ৷ যেমন এই বছরই তাঁর তিনটি ছবি মস্তিজাদা, ওয়ান নাইট স্ট্যান্ড এবং বেইমান লাভ মুক্তি পেয়েছে এবং প্রতিটি ছবিই ব্যর্থ৷ এব্যাপারে সানি-র একটা চাপা ক্ষোভ রয়েছে৷ তিনি জানিয়েছেন, চলচ্চিত্রকাররা গোড়ায় আমার কাছে প্রতিজ্ঞা করেন ছবিটা বেশ ভালো হবে, কিন্ত্ত শেষে দেখা যায় জিনিসটা কিছুই হয়নি৷ এঁরা প্রত্যেকেই আমার হাতে চাঁদ এবং তারা তুলে দেবেন বলে প্রমিস করেন, কিন্ত্ত শেষ পর্যন্ত যেটা দেন সেটা পাতে দেওয়ার যোগ্য নয়৷ এই দুঃখ ভুলতে আমার সময় লাগে৷ এই রকম সময় আমার স্বামী আমার পাশে এসে দাঁড়ান এবং আমাকে আরও একবার উঠে দাঁড়াতে সাহায্য করেন৷ তখন আমি ফিরে পাই আমার হারানো ফোকাস৷ সম্প্রতি বিবিসি-র মতে পৃথিবীর ১০০ জন ইনফ্লুয়েনশিয়াল মহিলার তালিকায় স্থান পেয়েছেন সানি লিওনি, যেটা তাঁকে বিস্মিত করেছে৷ এই বিস্ময় নিয়েই তিনি জানালেন, আমি এতোটা আশা করিনি৷ ওই তালিকায় জায়গা পেয়ে আমি সম্মানিত, কিন্ত্ত বিস্মিতও৷ বলিউডে অনেকেই আছেন যাঁরা অনেক ভালো ভালো কাজ করেন, কিন্ত্ত তালিকায় জায়গা পেয়েছি আমি৷ তাঁরা নন৷ আমি খুশি৷ আর/১২:১৪/২৮ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hKNJgz
December 28, 2016 at 06:49AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top