হেলমেট না পরার খেসারত

খড়িবাড়ি, ১৩ ডিসেম্বরঃ ‘সেফ ড্রাইভ, সেভ লাইভ’ যেন তত্ত্বকথা। ট্রাফিক আইন মেনে চলার কোনো বালাই নেই। আর এরই জেরে দূর্ঘটনার কবলে পড়লেন খোদ রাজ্য পুলিশের দুই কর্মী সহ ৩ জন হেলমেটবিহীন মোটর সাইকেল আরোহী।

এদিন দুপুরে খড়িবাড়ি থানার দুই পুলিশকর্মী মোটর সাইকেল নিয়ে নিয়ে খড়িবাড়ি থেকে অধিকারীর উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় অপর এক যুবক ওই বাইকে ওঠে। তিনজনের করোর মাথাতেই হেলমেট ছিল না বলে জানা যায়। পিডব্লউডি মোড় এলাকায় শিলিগুড়িগামী একটি বাস বাইকটিকে পেছন থেকে ধাক্কা মারে। ছিটকে পড়েন তিন বাইক আরোহী।

স্থানীয় মানুষ জখম দুই পুলিশকর্মী সাজন রাই ও উমেশ ঠাকুর এবং অপর যুবক উত্তম মন্ডলকে চিকিত্সার জন্য খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন।



from Uttarbanga Sambad http://ift.tt/2gHbsC2

December 14, 2016 at 02:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top