ই-টেন্ডারে দুর্নীতি, আইনি নোটিশ সেচ দপ্তরকে

জলপাইগুড়ি, ২৬ ডিসেম্বরঃ ই-টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তুলে একটি বেসরকারি  ঠিকাদারি সংস্থা সেচ দপ্তরের উত্তর-পূর্ব বিভাগের সার্কেল-১ এবং সার্কেল-২  অফিসের আধিকারিককে আইনি নোটিশ পাঠাল। পাশাপাশি অভিযোগের বিষয়টি সোমবারই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কেও জানানো হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে। দপ্তরের তরফে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছে।

সেচ দপ্তরের কোচবিহারের সার্কেল-১ অফিসের সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার শুভঙ্কর চক্রবর্তী বলেন, ‘ই-টেন্ডার প্রক্রিয়ায় কোনো অনিয়ম করা হয়নি। সংস্থাটির জমা করা কাগজে একই ব্যক্তির নামের বানান দুরকম লেখা হয়েছিল। এই ভুলের কারণেই সংস্থাটির আবেদন বাতিল করা হয়েছে।’



from Uttarbanga Sambad http://ift.tt/2ht7M7f

December 27, 2016 at 04:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top