স্টাফ রিপোর্টার :: সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাদানকারী চার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রির্টানিং কর্মকর্তারা। শনিবার সকালে মনোনয়নপত্র বাছাই-বাচাইয়ের পর তাদের এ বৈধতা দেয়া হয়। বৈধ চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন, অ্যাডভোকেট লুৎফুর রহমান (আওয়ামী লীগ সমর্থিত), প্রবীণ আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন আহমদ লালা, স্বতন্ত্রপ্রার্থী শিক্ষাবিদ ড. এনামুল হক সরদার ও যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ ফখরুল ইসলাম সোহেল। সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা পরিষদ নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা আজিজুল ইসলাম বলেন, যাচাই-বাছাইয়ে চার চেয়াম্যান প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ বলে গৃহীত হয়েছে। তাদের মধ্যে কেউ প্রার্থীতা প্রত্যাহার করতে চাইলে ১১ ডিসেম্বর পর্যন্ত সুযোগ রয়েছে। পরদিন ১২ ডিসেম্বর সকল বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। ২৮ ডিসেম্বর হবে নির্বাচন।
উল্লেখ্য, সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ছাড়াও ১৫টি সাধারণ ওয়ার্ডের বিপরিতে সদস্য পদে ১১৯ জন এবং সংরক্ষিত ৫টি ওয়ার্ডের বিপরিতে নারী সদস্য পদে ২৮ জন মনোনয়নপত্র দাখিল করেন। এসব প্রার্থীদের মনোনয়নপত্র আজ শনিবার ও আগামীকাল রোববার যাচাই-বাছাই করা হবে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2fT6xgJ
December 03, 2016 at 11:48PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন