মাদারীপুর বৈদেশিক কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র মুুক্তির অভিযাত্রা

03মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে বৈদেশিক কর্মসংস্থানের মাধ্যমে বিনা খরচে সৌদি আরবে গৃহকমী হওয়ার পূনাঙ্গ সুযোগ সৃষ্টিসহ কমীদের বিদেশে প্রেরণের জন্য দারিদ্র মুক্তির অভিযাত্রা মূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

01গত শুক্রবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে গ্যাডো বাংলাদেশ ফাউন্ডেশনের বিশেষ সহযোগীতায় মাদারীপুরে চরমুগরিয়া কুমারের টেক কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিশ্বাস রাসেল। এছাড়াও অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,

02গ্যাডো বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ জাহিদ হাসান ও পরিচালক লায়ন হাফিজ উদ্দিন হাবিব, ফরিদপুর জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক মো. রেজাউল করিম, সৌদি আরবের বাসিন্দা খাদেল আল অঙ্গারী, পেয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান খান, চরমুগরিয়া কলেজের সহকারী অধ্যাপক এইচ.এম নিজাম উদ্দিন, গ্যাডো বাংলাদেশ ফাউন্ডেশনের ED. রেজাউল রহমান রিপনসহ অন্যরা।

অজয় কুন্ডু, মাদারীপুর



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2hFbo1m

December 12, 2016 at 10:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top