মেলবোর্ন, ৩০ ডিসেম্বর- আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলতে যাচ্ছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাস-উল-হক। অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন টেস্টের পর এমনই আভাস মেলেছে পাকিস্তানের টেস্ট অধিনায়কের কন্ঠে। এমনকি ৩ জানুয়ারি সিডনিতে শুরু হতে যাওয়া সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে নতুন টেস্ট অধিনায়কের নেতৃত্বে মাঠে নামতে হতে পাবে পাকিস্তানকে। নিজের অবসর নিয়ে মিসবাহ বলেন, আগামী দু`দিন আমি ভাববো। কিছুই না করে দলে ঝুলে থাকার সার্থকতা নেই। ব্যাট হাতে নিজের সময়টা মোটেও ভালো যাচ্ছে না পকিস্তান টেস্ট অধিনায়কের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দুই টেস্টের ৪ ইনিংসে করেছেন মাত্র ২০ রান। শেষ ১৬ ইনিংসে নেই কোন সেঞ্চুরি। ব্যাট হাতে এমন পারফরমেন্সের সঙ্গে সমালোচিত হচ্ছেন অধিনায়কত্ব নিয়েও। দল যে হেরেছে টানা ৫ টেস্ট। এমন পরিস্থিতিতে দলে থেকে কারো বোঝা হতে চান না ক`দিন আগেই আইসিসির স্পিরিট অব অ্যাওয়ার্ড জেতা এই ক্রিকেটার, মিসবাহ আরও বলেন, অবসর নিয়ে চিন্তা-ভাবনা করা দরকার আমার। কারণ আমি সব সময়ই বিশ্বাস করে এসেছি, যখন দলের জন্য কোনো অবদান রাখতে পারবো না, তখন জোর করে থাকার কোনো মানে নেই। সিডনি টেস্টে যদি খেলেনও, তবুও যে ক্যারিয়ারটাকে আর লম্বা করবেন না তিনি এটা বোঝা যাচ্ছে উপরের কথাতেই। আর/১০:১৪/৩০ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ilotif
December 31, 2016 at 04:16AM
30 Dec 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top