ফ্রি হয়েও টাকা কাটল ভীম(BHIM) অ্যাপ

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ ক্যাশলেস লেনদেনে উত্সাহ দিতে ভারত ইন্টারফেস ফর মানি(BHIM) অ্যাপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধনের পাঁচ দিনের মধ্যেই ডাউনলোড করেছে প্রায় ৩০ লক্ষ। কিন্তু সমস্যা শুরু তখনই। যত বেশি সংখ্যক ইউজার, তত বেশি সমস্যা।

অভিযোগ, এই অ্যাপ ডাউনলোড করার পরই উপভোক্তার মেইন অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে দেড় টাকা কেটে নেওয়া হয়েছে। কিন্তু এই ফ্রি অ্যাপে কিভাবে টাকা কেটে নেওা হচ্ছে ডাউনলোডের পর তা নিয়ে অসন্তোষ ছড়িয়েছে জনগনের মধ্যে। এছাড়া ডিজিটাল লেনদেনে ব্যর্থ এই অ্যাপ। অ্যানড্রয়েড এ মিললেও গুগল প্লে স্টোরে ‘ভীম’ টাইপ করলেও মোদিভীম বা ক্যাশলেস ভীম এর মতো বিভিন্ন অ্যাপের অপশন আসতে থাকে, যা খুবই বিভ্রান্তকর।

সূত্রের খবর, আরও ১০ দিনের মধ্যে আইওএস-এও মিলবে ভীম। এছাড়া ইংরাজি ও হিন্দী ভাষার পাসাপাশি বিভিন্ন আঞ্চলিক ভাষাও কাজ করবে এই অ্যাপে।



from Uttarbanga Sambad http://ift.tt/2iEl2We

January 03, 2017 at 09:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top