স্পর্শকাতর স্থানে হাত দেয়ার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা

iooনবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে স্পর্শকাতর স্থানে হাত দেয়ার অভিযোগে মামলা করেছেন এক নারী।

সামার জার্ভোস নামে ৪১ বছর বয়সী ওই নারী সোমবার ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেন।

মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করার কথা জানান সামার।

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প শপথ নেবেন। এর তিন দিন আগে তার বিরুদ্ধে যৌন হয়রানির গুরুতর অভিযোগে মামলা হলো।
সংবাদ সম্মেলনে সামার বলেন, ২০০৬ সালে তিনি ট্রাম্পের রিয়েলিটি শো ‘দি অ্যাপ্রেন্টিসে’ প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন।

এরপর ২০০৭ সালে ট্রাম্পের একটি প্রতিষ্ঠানে কাজের সুযোগের কথা জানতে পারেন সামার। এ বিষয়ে ট্রাম্পের সঙ্গে কথা বলার জন্য তিনি বেভারলি হিলস হোটেলে যান। সেখানে ট্রাম্প তার স্পর্শকাতর স্থানে হাত দেন এবং তাকে জড়িয়ে ধরে জোর করে চুমু খান।

এ ঘটনাকে ট্রাম্প মিথ্যা বলে দাবি করায় তার বিরুদ্ধে মামলা করেন সামার।

মামলায় সামার বলেন, ট্রাম্প হোটেলের ওই ঘটনার কথা অস্বীকার করেছেন। অন্যদের অভিযোগের বেলায়ও তিনি একাজ করেছেন। তার অস্বীকৃতি আমার জন্য মানহানিকর।

সামার বলেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট নিজের সম্পর্কে মিথ্যা বলেছেন। তিনি জাতির সঙ্গে প্রতারণা করেছেন। তিনি একজন মিথ্যুক ও নারীবিদ্বেষী, যিনি আমাকে ছোট করেছেন এবং অপমানিত করেছেন।

ট্রাম্প অভিযোগ স্বীকার করলে তার বিরুদ্ধে নিউইয়র্কে করা মামলা প্রত্যাহার করবেন বলে জানান সামার।

সংবাদ সম্মেলনে সামারের সঙ্গে উপস্থিত ছিলেন আইনজীবী ও ডেমোক্রেটিক পার্টির কর্মী গ্লোরিয়া অ্যালরেড। তিনি সামার মামলাকে ট্রাম্পের মিথ্যাচারের একটি পরীক্ষা বলে বর্ণনা করেন।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2iAteHN

January 18, 2017 at 05:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top