সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ক্রীড়াঙ্গণে বিশ্বের বুকে সুনাম অর্জন করেছে। বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, ওলিম্পিকে স্বর্ণ বিজয়ী বাংলার বাঘিনীর মতো আরও দক্ষ খেলোয়াড় গড়ে উঠবে এরকম প্রতিযোগীতার মাধ্যমে। তোমরা একদিন দেশের সুনাম অর্জন করবে তাদের মতো। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা খেলাধুলা করলে তাদের মন ও স্বাস্থ্য সতেজ থাকে। তিনি শিক্ষার্থীদেরকে খেলাধুলার পাশাপাশি লেখাপড়ায়ও ভালো করার আহ্বান জানান।
তিনি শনিবার (১৪ জানুয়ারী) সিলেটস্থ বকুল অঞ্চলে সিলেট জেলা স্টেডিয়ামে ৪৬তম আঞ্চলিক স্কুল ও মাদরাসা শীতকালীন অ্যাথলেটিক্স (ছাত্র/ছাত্রী) প্রতিযোগিতা ২০১৭’এ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সচিব মো. মোস্তফা কামাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট অঞ্চলের উপ পরিচালক জাহাঙ্গির কবির আহাম্মাদ, মাউশি সিলেট অঞ্চলের উপ পরিচালক জাহাঙ্গির কবির আহাম্মাদ, মাউশি সিলেট অঞ্চলের বিদ্যালয় পরিদর্শক জগদীশ চন্দ্র দেবনাথ, কুমিল্লা উপ-অঞ্চলের কন্টিজেন্ট লিডার মোহাম্মদ মকবুল হোসেন, চট্টগ্রাম উপ-অঞ্চলের কন্টিজেন্ট লিডার দেবাশীষ নন্দী, সিলেট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থ, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গুলজার আহমদ খান, সিলেট জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গির আলম, সুনামগঞ্জ শিক্ষা অফিসার নিজাম উদ্দিন, হবিগঞ্জ শিক্ষা অফিসার আয়েশা আক্তার মজুমদার প্রমুখ।
সকাল ১০টায় জাতীয় পতাকা ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
মির্জাজাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাহার উদ্দিন আকন্দ ও সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় সহকারি শিক্ষক কোহেলী রানী রায়ের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চট্টগ্রাম উপ-অঞ্চলের মো. সালমান ফারসি, গীতা পাঠ করেন আছতা তালুকদার।
অনুষ্ঠানে ডিসপ্লে প্রদর্শনী করেন মির্জাজাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, সিলেট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বিএনচিচি পাইলট গার্লস গাইড অগ্রগ্রামীর শিক্ষার্থীবৃন্দ।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2jmb6km
January 15, 2017 at 01:09PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.