হার দিয়ে বছর শুরু করলো বার্সেলোনা। কোপা দেলরের কাছে ২-১ গোলে হেরে গেছে কাতালানরা। বার্সার হয়ে একমাত্র গোলটি করেন লিওনেল মেসি। বৃহস্পতিবার রাতে নিজেদের মাঠে মাত্র তিন মিনিটের ব্যবধানে দুটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ফেলে বিলবাও। আদুরিসের ২৫ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন আদুরিস। অসাধারণ গোল এটি। মাঝমাঠ দিয়ে আক্রমণে গিয়ে ডানে রাউল গার্সিয়াকে বল বাড়িয়ে দ্রুত ডি-বক্সে ঢুকে পড়েন তিনি। এরপর দারুণ ক্রসে বল জড়ান জালে। ম্যাচের ২৮ মিনিটে জর্দি আলবার দুর্বলতার সুযোগে দলকে ২-০তে এগিয়ে নেন আরেক স্প্যানিশ ফরোয়ার্ড উইলিয়ামস। দ্বিতীয়ার্ধের শুরুতে মেসির গোলে ঘুরে দাঁড়ায় বার্সেলোনা। তিনি গোল করেন ফ্রি-কিক থেকে। বাঁ-দিক থেকে তার দুর্দান্ত শট গোলরক্ষকের হাতে লাগার পর ক্রসবারের ভিতরের কানায় লেগে ভিতরে ড্রপ খেয়ে বাইরে চলে আসে। রেফারির গোলের বাঁশিতে আশার আলো দেখে উল্লাসে মাতেন ইনিয়েস্তা-তুরানরা। ৬৫তম মিনিটে দূরপাল্লার শটে চেষ্টা করেন নেইমার। বল শেষমুহূর্তে নীচু হয়ে জালে ঢুকতে যাচ্ছিল; কিন্তু কোনোমতে এক হাত দিয়ে ক্রসবারের উপর দিয়ে বাইরে পাঠান গোলরক্ষক। ৭৪তম মিনিটে গার্সিয়া ও ৮০তম মিনিটে আরেক মিডফিল্ডার ইতুরাস্পে দ্বিতীয় হলুদ কার্ড দেখলে ৯ জনের দলে পরিণত হয় বিলবাও। এই সুযোগে বাকিটা সময় একচেটিয়া প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখে বার্সেলোনা। কিন্তু পুরোপুরি রক্ষণাত্মক হয়ে পড়া স্বাগতিকদের দুর্ভেদ্য দেয়াল ভাঙতে পারেনি। শেষ পর্যন্ত হতাশার হার নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা। আর/১০:১৪/০৬ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2iWxYnV
January 06, 2017 at 03:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top