উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, মুম্বইঃ বৃহস্পতিবার মুম্বইয়ের মাজাগাঁও ডকে প্রতিরক্ষা মন্ত্রী সুভাষ ভামরে এবং নৌসেনা প্রধান সুনীল লাম্বার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ডিজেল-বিদ্যুত চালিত ‘আইএনএস খাণ্ডেরি’-র পরীক্ষামূলক যাত্রা শুরু করা হয়েছে। এটি ভারতের দ্বিতীয় ডুবোজাহাজ। সমুদ্রের নীচে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে টর্পেডো ও অ্যান্টি শিপ মিসাইল নিক্ষেপে সক্ষম ‘আইএনএস খাণ্ডেরি’। বর্তমানে ভারতীয় নৌসেনায় ১৩টি সাধারণ ডুবোজাহাজ এবং ২টি পরমাণু আঘাত হানতে সক্ষম ডুবোজাহাজ রয়েছে। কিন্তু এই স্করপেন শ্রেণীর দিকে তাকিয়ে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রক। কারণ এই গোত্রের জাহাজ যেমন সমুদ্রের নীচে এবং সমুদ্রপৃষ্ঠ- উভয় অবস্থানেই আঘাত হানতে সক্ষম, তেমনি গুপ্তচরবৃত্তি এবং মাইন পাতার কাজেও পারদর্শী।
ফ্রান্সের সঙ্গে যৌথ উদ্যোগে স্করপেন শ্রেণীর মোট ছয়টি ডুবোজাহাজ তৈরি করেছে ভারত। তার মধ্যে ‘আইএনএস কালবেরি’ ইতিমধ্যেই ভারতীয় নৌসেনার হাতে চলে এসেছে। এর পরীক্ষামূক অভিযানও শেষের পথে। দ্বিতীয় জাহাজটিই হল ‘খাণ্ডেরি’। সূত্রের খবর, এবার থেকে প্রতি ন’মাস অন্তর বাকি ডুবোজাহাজগুলিকে নামানো হবে।
from Uttarbanga Sambad http://ift.tt/2irfiOX
January 13, 2017 at 03:22PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন