বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের তকমা আহমেদাবাদের এই স্টেডিয়ামের

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, আহমেদাবাদঃ আর মাত্র কয়েক বছরের মধ্যেই বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামের তকমা হারাতে চলেছে মেলবোর্ন। যেখানে দর্শকাসনের সংখ্যা ১ লক্ষ। ২০১১ সালের বিশ্বকাপের সময় ইডেনের দর্শকাসনের সংখ্যা কমে দাঁড়ায় ৬৬ হাজার। কিন্তু এবারে দর্শকাসন ও অন্যন্য সুযোগসুবিধার বিচারে এবারে এই তালিকায় এক নম্বরে উঠে আসতে চলেছে আমেদাবাদের মোতেরা স্টেডিয়াম। আগামী দু বছরে গোটা বিশ্বের এক নম্বরে উঠে আসতে চলেছে এই স্টেডিয়াম। কাজের ভাড় দেওয়া হয়েছে এল অ্যান্ড টি সংস্থাকে। স্টেডিয়ামের দর্শকাসন ৪৯ থেকে বাড়িয়ে করা হচ্ছে ১ লক্ষ ১০ হাজার। এর পাশাপাশি ৭৬টি কর্পোরেট বক্স , ৪টি ড্রেসিংরুম এবং অলিম্পিকের পরিকাটামো অনুযায়ী  বিশাল সুইমিং পুলও তৈরি হচ্ছে এই স্টেডিয়ামে। দর্শকদের খেলা দেখার সুবিধার্থে কোনো পিলার থাকবে না এই স্টেডিয়ামে।



from Uttarbanga Sambad http://ift.tt/2j8FRpY

January 18, 2017 at 06:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top