মুখ বুঝে কাটুন চুল

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ মুখের সঙ্গে মানিয়ে হেয়ারস্টাইল না করলে সাজটাই যেন ইনকমপ্লিট থেকে যায়। আমরা অনেকেই হয়তো মুখটা ভালো করে সাজলেও চুলের দিকে অতটা খেয়াল করি না। বা হয়তো ঠিকমতো বাঁধতেই পারি না চুল। কি করা যায়? সঙ্গে রইল কিছু টিপস-

১) আপনার মুখ গোলাকৃতি হলে চুলের স্টাইল কেমন হবে? লম্বা চুল এরকম মুখে দারুন লাগে। চাইলে লং লেয়ার্স বা অ্যাসিমেট্রিক্যাল লেয়ার্স কাটতে পারেন। ভুলেও যাতে চুল ঘাড়ের উপড় না ওঠে। তাহলে মুখ আরও ভারী ও গোল দেখাবে।

২) মুখ ডিম্বাকৃতি? তাহলে আপনি তো বিশাল ভাগ্যবতী। যেটা আপনার ভালো লাগে আপনি সেই হেয়ারকাটই কাটতে পারেন। চুল লম্বা রেখে স্ট্রেট ব্যাংস (সামনে লম্বা চাইনিজ কাট) কাটতে পারেন। ওয়েভি লেয়ার্সও মন্দ লাগবে না। চাইলে একেবারে ছোট করে ভেজ বা ব্লন্ট কেটে নিন। এতেও আপনাকে দেখাবে সুন্দরী।

৩) মুখের আকার চৌকো হলে ব্যপারটা বেশ চাপের। চোয়াল ঢাকতে অ্যাঙ্গেল ব্যাং (আড়াআড়ি লম্বা চাইনিজ কাট) কাটতে পারেন।

৪) পানপাতা মুখ দেখতে সুন্দর হলেও থুতনি ছুঁচোলো হয়। এই ধরনের মুখে তাই লম্বা চুল মানায় ভালো। চুলের দৈর্ঘ্য ছোট না করে স্টেপ বা লেয়ার্স কেটে নিন স্বচ্ছন্দে।



from Uttarbanga Sambad http://ift.tt/2jhD5Sv

January 14, 2017 at 12:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top