কুমিল্লায় ডাকাত খুঁজতে ডুবুরী অভিযান!

নিজস্ব প্রতিবেদক ● ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গুলিবিদ্ধ এক ডাকাতকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। অপর এক ডাকাতকে খুঁজতে পুলিশ পরিচালনা করে ডুবুরী অভিযান।

ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহাবুবুর রহমান জানায়, বুধবার রাত আড়াইটার দিকে ৭/৮জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল মহাসড়কের সদর দক্ষিণ উপজেলা পরিষদ রাস্তার পশ্চিমে মহাসড়ক ব্যারিকেড দিয়ে ডাকাতির চেষ্টা চালায়। টহলরত হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাটি দেখতে পেয়ে ডাকাতদের ধাওয়া করে।

এসময় পুলিশকে লক্ষ্য করে ডাকাতরা উপুর্যপুরি গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও ডাকাতদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। গুলি বিনিময়ের এক পর্যায়ে কয়েকজন ডাকাত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের ধাওয়া খেয়ে ডাকাত দলের এক সদস্য সদর দক্ষিণ মডেল থানা সংলগ্ন পুকুরে ঝাপ দেয়। পুকুরে ঝাপ দেয়া ডাকাতকে খুঁজতে বুধবার দুপুরে চাঁদপুর থেকে আনা ডুবুরী দল থানা সংলগ্ন পুকুরে তল্লাশি চালিয়ে কাউকে খুঁজে পায়নি।

ধারনা করা হচ্ছে রাতের অন্ধকারে কৌশল অবলম্বন করে পুলিশের চোখ ফাকি দিয়ে ওই ডাকাত পালিয়েছে।

এসময় ডাকাতদের ব্যাবহৃত একটি গাড়ি, কার্টুজ ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ডাকাত নোয়াখালি জেলার সেনবাগ উপজেলার গাজিরহাট এলাকার আবুল কাসেমের পুত্র আমির হোসেন। এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

The post কুমিল্লায় ডাকাত খুঁজতে ডুবুরী অভিযান! appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2id3Yao

January 11, 2017 at 08:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top