উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভাষণের মধ্য দিয়ে আজ থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। সংসদের সেন্ট্রাল হলে লোকসভা ও রাজ্যসভার সদস্যদের উদ্দেশে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি। আগামিকাল পেশ করা হবে সাধারণ ও রেল বাজেট। আজ সংসদে পেশ হবে অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট।
পাঁচ রাজ্যের ভোটের কারণে এই বছর এগিয়ে আনা হয়েছে সাধারণ বাজেট পেশের দিন। এর বিরুদ্ধে সরব হয়েছিলেন বিরোধীরা। মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। কিন্তু বাজেট পেশের জন্য আদালত থেকে সবুজ সঙ্কেত পেয়ে যায় কেন্দ্র।
যদিও কমিশন জানিয়ে দিয়েছে ভোট চলা পাঁচটি রাজ্যের জন্য কোনো প্রকল্প ঘোষণা করা যাবে না। এই পরিস্থিতিতেই আগামিকাল পেশ হবে বাজেট।
এবারের বাজেট অধিবেশনে বাজেট ছাড়াও ৩৪টি নতুন বিল আনতে চলেছে সরকার। এরমধ্যে রয়েছে তিনটি অর্ডিন্যান্স। নতুন অর্থবর্ষ থেকেই চালু হতে চলেছে প্রস্তাবিত বাজেটের নিয়ম।
from Uttarbanga Sambad http://ift.tt/2kKOdW3
January 31, 2017 at 05:51PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন