কুমিল্লা সিটি নির্বাচন আয়োজনে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন আয়োজনে যে জটিলতার সৃৃষ্টি হয়েছিল তা কেটে গেছে। তিন মাসের মধ্যে সীমানা সংক্রান্ত মাস্টারপ্লান বাস্তবায়ন না করলে নির্বাচন আয়োজনের উপর নিষেধাজ্ঞা ছিল উচ্চ আদালতের। ওই নির্দেশনা প্রতিপালিত হওয়ায় নির্বাচন আয়োজনে বাধা নেই বলে উচ্চ আদালত থেকে নির্দেশনা পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিটি নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে ইসি সচিবালয়।

এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহ বলেন, কুমিল্লা সিটি নির্বাচন আয়োজনে আইনগত কোন বাধা নেই। আদালত থেকে রিট নিষ্পত্তি সংক্রান্ত নির্দেশনা পেয়েছি। নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ফাইল কমিশনে উত্থাপন করা হয়েছে।

বর্তমানে কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যর কমিশনের মেয়াদ শেষ হবে আগামী ৮ ফেব্রূয়ারি। এর আগে কুমিল্লা সিটি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে কমিশনে ফাইল উপস্থাপন করেছে ইসি সচিবালয়ের সংশ্লিষ্ট শাখা। আগামী মার্চের শেষ নাগাদ এই সিটি নির্বাচন করার পরিকল্পনা রয়েছে। একজন নির্বাচন কমিশনার বলেন, এখনো কুমিল্লা সিটি নিবাচনের বিষয়ে ইসি সচিবালয়ের ফাইল পাইনি। তবে কুমিল্লা সিটি নির্বাচন নির্দিষ্ট সময়ের মধ্যে করার কোন নির্দেশনা না থাকায় বর্তমান কমিশনের তফসিল ঘোষণার সম্ভাবনা কম। নতুন কমিশন এসে সময় নিয়ে তফসিল ঘোষণা করবে।

ইসি সূত্রে জানা গেছে, আগামী ৮ ফেব্রুয়ারি বর্তমান কুমিল্লা সিটির মেয়াদ শেষ হবে। নির্বাচনের লক্ষ্যে গত ২০ ডিসেম্বর সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছিল ইসি। নির্বাচনের আয়োজনের মাঝপথে সিটি করপোরেশনের মাস্টারপ্লান অনুযায়ী ওই এলাকাসমূহ সিটি করপোরেশনে অন্তর্ভূক্তির জন্য গত ৫ অক্টোবর হাইকোর্টে রিট আবেদন দাখিল করেন ২১নং ওয়ার্ডের কাউন্সিলর ও নগরীর মধ্যম আশ্রাফপুর গ্রামের কাজী মাহাবুবুর রহমান এবং শুভপুর গ্রামের মো. হাবিব মিয়া। আবেদনের শুনানি শেষে হাইকোর্ট বিভাগের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. এজারুল হক আকন্দ ৩ মাসের মধ্যে মাস্টারপ্লান অনুযায়ী সিটি করপোরেশন এলাকা সমপ্রসারণ করে নির্বাচন করার জন্য নির্দেশ প্রদান করেন। একইসঙ্গে মাস্টারপ্লানভূক্ত এলাকা কেন সিটি করপোরেশনে অন্তর্ভূক্ত করা হবে না এই মর্মে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (এলজিইডি) সচিব, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি), আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা-কুমিল্লাসহ ৬ জনকে ৪ সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে বলা হয়। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী স্থানীয় সরকার বিভাগ থেকে মাস্টারপ্লান বাস্তবায়ন করে গেজেট জারি করা হয়েছে। নির্দেশনা বাস্তবায়ন হওয়ায় রিট মামলাটি নিষ্পত্তি হয়ে যায়। নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের নির্দেশনা দেয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিবালয়ের আইন-শাখার উপ-সচিব মোঃ মহসিনুল হক বলেন, কুমিল্লা সিটি করপোরেশনের সীমানা নিয়ে যে রিট হয়েছিল তা আদালত নিষ্পত্তি করে দিয়েছে।

The post কুমিল্লা সিটি নির্বাচন আয়োজনে বাধা নেই appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2j0wT0d

January 20, 2017 at 01:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top