গোঁসাইপুরে অবরোধ জাতীয় সড়ক

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, গোঁসাইপুরঃ কয়েকটি গ্রামের মানুষকে সমস্যায় ফেলে পরিকল্পনাহীনভাবে এশিয়ান হাইওয়ে টু নির্মাণে ব্যাপক ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়দের। বারবার সমস্যার সমাধানের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কোনো লাভ না হওয়ায় সোমবার সকাল প্রায় দশটা থেকেই এলাকাবাসী সহ ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ গোঁসাইপুরে জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন।

প্রসঙ্গত, ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে ফুলবাড়ি পর্যন্ত সড়ক সম্প্রসারণ করে এশিয়ান হাইওয়ে ২ নির্মাণকাজ শুরু হয়েছিল। কিন্তু গোঁসাইপুরে রেলের ওভারব্রিজের নীচে ৩১ নম্বর জাতীয় সড়ক থেকে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার সড়ক প্রায় পাঁচ ফুট উঁচু হয়ে পড়েছে। ফলে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন। এছাড়া নেই কোনো ডিভাইডার। বন্ধ করে দেওয়া হয়েছে নিকাশি ব্যবস্থা। চরম দুর্ভোগ পড়তে হচ্ছে এলাকাবাসীদের।



from Uttarbanga Sambad http://ift.tt/2jljaD9

January 30, 2017 at 01:53PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top