নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির ছয় দফা দাবি আদায় না হওয়ায় মঙ্গলবার বিকালে বিভিন্ন প্রশাসনিক ও কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন ২৪ জন শিক্ষক। পদত্যাগপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদারের কাছে জমা দেওয়া হয়েছে বলে জানান শিক্ষক সমিতির সভাপতি ড. আবু তাহের।
এর আগে ছয় দফা দাবিতে ২২ জানুয়ারি থেকে সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জন করে আসছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
শিক্ষক সমিতির সভাপতি ড. আবু তাহের জানান, ‘১৭ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের বাসায় হামলাকারীদের বিচার, তদন্ত চলাকালীন সময়ে ইংরেজি বিভাগের শিক্ষক শরীফুল করিমকে সব পদ থেকে অব্যাহতি দেওয়া, শিক্ষক লাঞ্ছনার ঘটনায় গঠিত তদন্ত কমিটিতে শিক্ষকদের একজন প্রতিনিধিকে অর্ন্তভুক্তকরণ, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীনকে সব ধরনের প্রশাসনিক পদ থেকে অব্যহতি দেওয়া, শিক্ষক নেতাদের লাঞ্ছনাকারী অধ্যাপক ড. সৈয়দুর রহমানকে আইকিউএসি থেকে অপসারণ ও উক্ত ঘটনার বিচার করা, ছাত্র খালেদ সাইফুল্লাহ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা নিয়ে তারা আন্দোলন করে আসছেন। ড. আবু তাহের বলেন, ‘আন্দোলন চলাকালে ২৬ জানুয়ারি লোক প্রশাসন বিভাগের প্রভাষক নাহিদুল ইসলামকে লাঞ্ছিত করে এক ছাত্র। এ বিষয়ে ভিসি নামমাত্র একটি তদন্ত কমিটি করেন। আমাদের দাবির বিষয়ে তিনি শৈথিল্য প্রদর্শন করে আসছেন। তাই আমরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। তারপরও দাবি আদায় না হলে তারা কঠোর আন্দোলনে যাবো।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বলেন, ‘মঙ্গলবার বিকালে ১২টি প্রশাসনিক এবং ১২টি বিভিন্ন কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন ২৪ জন শিক্ষক।’
বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.মো আলী আশরাফ বলেন,‘বিষয়গুলো সমাধানের জন্য আমরা বার বার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবিষয়ে সবার ছাড় দেওয়ার মানসিকতা প্রয়োজন।’
The post কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষকের পদত্যাগ! appeared first on Comillar Barta™.
from Comillar Barta™ http://ift.tt/2kLtrpl
January 31, 2017 at 08:10PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন