নয়াদিল্লী, ১৪ জানুয়ারি- মহেন্দ্র সিংহ ধোনি সরে দাঁড়ানোর পরে সদ্য অধিনায়কের মুকুট উঠেছে বিরাট কোহলির মাথায়। আগামী ১৫ জানুয়ারি থেকে তাঁর নেতৃত্বেই ইংল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে ভারত। টেস্ট সিরিজে অভূতপূর্ব সাফল্যের পরে ওয়ানডে এবং টি টোয়েন্টি-তেও কোহলির দিকে তাকিয়ে গোটা দেশ। তবে ইংল্যান্ডকে চ্যালেঞ্জ ছোঁড়ার আগে ভক্তদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ভারত অধিনায়ক। শুনে অবাক হচ্ছেন তো? বিষয়টি হল অনেকটা এইরকম। গতকাল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করেন কোহলি। ছবিটি বহুদিন আগেকার। তখনও তিনি জনপ্রিয় নন। ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে বসে রয়েছেন তরুণ বিরাট। সামনে মাইক হাতে এক ব্যক্তি কিছু বলছেন। সেইদিকেই তন্ময় হয়ে তাকিয়ে সকলে। ছবির ক্যাপশনেই কোহলি ভক্তদের উদ্দেশে চ্যালেঞ্জ ছোড়েন। তিনি বলেন, অনেকজনের মধ্যে থেকে তাঁকে খুঁজে নিতে। বলা বাহুল্য, ছবিতে তাঁকে খুঁজে নেওয়া কোনও জটিল ব্যাপারই নয়। একদম বাঁদিকে বসে রয়েছেন তিনি। আসলে ভক্তদের উদ্দেশে মজার ছলেই এই চ্যালেঞ্জটা ছুঁড়েছিলেন তিনি। ছবির সঙ্গে তিনি এও লেখেন, পুরনো দিনগুলো সুন্দর ছিল। বলাবাহুল্য, আবেগপ্রবণ বিরাট লাইমলাইটে দাঁড়িয়েও অতীতের স্মৃতিমধুর দিনগুলোকে ভোলেননি। তাই ভক্তদের সঙ্গে সেই দিনগুলোরই একটি মুহূর্ত ভাগ করে নিয়েছেন তিনি। এ প্রসঙ্গে এক অনলাইন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কোহলি জানান, আমি কোনওদিন ভাবিনি আমার জীবনে এমন দিন আসবে। আমি জাতীয় দলে নির্বাচিত হওয়ার পর থেকেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্সের মধ্যে দিয়ে দলকে কীভাবে জেতানো যায়, সেইদিকেই লক্ষ্য থাকে আমার।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jP0GL2
January 14, 2017 at 06:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top