রাশিয়া গণভাবে উৎপাদন করবে অত্যাধুনিক মিগ-৩৫ বিমান

rsআন্তর্জাতিক ডেস্কঃ

রাশিয়ার সামরিক বাহিনী নতুন প্রজন্মের অত্যাধুনিক মিগ-৩৫ বহুমুখী যুদ্ধবিমান গণভাবে উৎপাদনের প্ররিকল্পনা নিয়েছে। ২০১৯ সাল থেকে এ পরিকল্পানা বাস্তবায়ন করা হবে।

রাশিয়ার ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশনের বা ইউএসি’র প্রধান বোরিস স্লাইয়ুসার জানিয়েছেন, এ পদক্ষেপের ফলে রুশ আকাশ প্রতিরক্ষা বাহিনী আরো উন্নত যুদ্ধবিমানের অধিকারী হবে। গতকাল (শুক্রবার) তিনি মস্কোর কাছে লুখোভিৎসি শহরে এ বিমানের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ওই মন্তব্য করেন। ২০১৯ সালে গণ উৎপাদন শুরুর আগে মিগ-৩৫ এর নানা রকমের ‘ফ্লাইট টেস্ট’ শেষ করা হবে বলে জানান তিনি।

এদিকে, মিগ কোম্পানির মহাপরিচালক ইলিয়া তারাসেংকো ঘোষণা করেছেন, আগামী বছরের মধ্যে মিগ-৩৫ যুদ্ধবিমান রুশ বিমান বাহিনীকে দেয়া হবে। মিগ-৩৫ হচ্ছে ফোর ডাবল প্লাস জেনারেশনের বিমান এবং আগের দুই রকম মিগ-২৯ বিমানের উন্নয়ন ঘটিয়ে এ বিমান তৈরি করা হচ্ছে। মিগ-৩৫ বিমানটির যুদ্ধ এবং ওড়ার ক্ষমতা বাড়ানো হয়েছে।

রুশ সরকার আশা করছে, বিমানটি বিদেশি ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করবে। রুশ উপ প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিন জানিয়েছেন, সুখোই বিমানের চেয়ে এ বিমানের অভিযান খরচ কম হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিমানের মোড়ক উন্মোচন অনুষ্ঠান দেখেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2kEcImX

January 28, 2017 at 07:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top